Shiboprosad - Koushani: কোমরে চোট নিয়েই পর্দায় প্রথমবার নাচলেন শিবপ্রসাদ.. কৌশানীর সঙ্গে প্রেমের আড়ালে লুকিয়ে কোন কোন গল্প?
সদ্য মুক্তি পেয়েছে নন্দিতা রায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর নতুন ছবি 'বহুরুপী'-র নতুন একটি গান। আর এই গানের গোটা শ্যুটিং জুড়েই লুকিয়ে রয়েছে অজানা সব গল্প। সেই গল্পগুলিরই খোঁজ করল এবিপি লাইভ। এই গানের শুরুর দিকে যে টেরাকোটার মন্দির দেখা যাচ্ছে, সেটির শ্যুটিং হয়েছিল পূর্ব বর্ধমানের মৌক্ষীরায়। এই মন্দিরে বাস্তবেও বিবাহের কাজই হয়। খুঁড়ো, নিতাই আর খয়েরকে নিয়ে বিয়ে করতে আসে বিক্রম। এই দৃশ্যে খুঁড়ো আর খয়েরের নাচের সারল্য মন কেড়ে নেওয়ার মতো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই গানে একদিকে দেখানো হচ্ছে বিক্রম বিয়ে করতে আসছে, অন্যদিকে বিশেষ দিনের জন্য নিজেকে সাজিয়ে তুলছে ঝিমলি ওরফে কৌশানী। এই দৃশ্যে কৌশানীকে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে ফুলের মালায়। গ্রাম্য় বিবাহে গয়নার আধিক্য নেই.. ফুলই তাঁদের সজ্জার অন্যতম জিনিস। সেই কারণেই এখানে কৌশানীর সাজের জন্য ব্যবহার করা হয়েছে পলাশ ফুল।
এই গানে মালাবদলের দৃশ্য শ্যুট করার সময়ে তৈরি হয় এক বিপত্তি। তখন আলো পড়ে আসছে। 'ম্যাজিক আওয়ার্স'-এ শ্যুটিংটা শেষ করতেই হবে। অর্থাৎ খুব কম সময়ে সঠিক শট দিতে হবে। এই ছবির কোরিওগ্রাফার মঙ্গেশ ওরফে ম্যাগি যথেষ্ট দক্ষতার সঙ্গে এই শ্যুটিংটি করেছিলেন যেখানে বিয়ের আনন্দ ভারি সুন্দরভাবে ধরা পড়েছে।
গানে একটি দৃশ্য রয়েছে যেখানে বিক্রম ও ঝিমলি নৌকা করে যাচ্ছে। এই দৃশ্যের শ্যুটিং হয়েছে ইছামতি নদীর তীরে। হাসনাবাদে শ্যুটিং হয়েছে এই দৃশ্যটির। রাত ৩টের সময়ে এই দৃশ্য়টি শ্যুটিং করার কলটাইম ছিল। ঘুমোতে যাওয়ার আগেই শ্যুটিংয়ের জন্য তৈরি হয়ে গিয়েছিলেন শিবপ্রসাদ ও কৌশানী। তবে এই শটটা নেওয়ার সময়েই দুর্ঘটনার সম্মূখীন হন শিবপ্রসাদ। কোমরে গুরুতর আঘাত লাগে তাঁর। তবে সেই আঘাত নিয়েই, যথাসম্ভব সামান্য নড়াচড়া করে, খুব সাবধানে শটটি দেন শিবপ্রসাদ। গোটা বিষয়টা টিমের পক্ষে ভীষণ চ্যালেঞ্জিং ছিল।
এই শটটায় দেখা যাচ্ছে, দূরে একটি প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছে বিক্রম আর ঝিমলি। এই দৃশ্যের মাধ্যমে যে বোঝানো হচ্ছে, দম্পতি হিসেবে নতুন একটা সফর শুরু করল তারা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই শটটি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, গোটা ছবির মধ্যে এটাই তাঁর সবচেয়ে প্রিয় দৃশ্য।
এই দৃশ্যটে দেখানো হচ্ছে কৌশানী বলে তরকারি কুটছেন আর একটি গোটা মাছ নিয়ে আসছে শিবপ্রসাদ। এই দৃশ্যের শ্যুটিং হয়েছে ইছামতির তীরে একটি গ্রামের কুঁড়েঘরে। গ্রামটি কুমোরপাড়া এবং যে বাড়িতে এই শ্যুটিংটা হয়েছে সেই বাড়িতে ভর্তি ছিল মাটির জিনিসপত্র। তারই মধ্যে এই দৃশ্যটি ভারি সুন্দরভাবে শ্যুটিং করেছেন মঙ্গেশ
বিক্রমের ঝিমলিকে খাইয়ে দেওয়ার দৃশ্যটিও ওই একই বাড়িতে শ্যুটিং হয়েছে। পিছনে রাখা মাটির পাত্র যেন কুমোরপাড়ার অনুভূতিটাই দিচ্ছে।
এই দৃশ্যটা বিশেষ করে চ্যালেঞ্জিং ছিল কৌশানীর জন্য। কাদা মাটির মধ্যে নাচ করতে হয়েছে তাঁকে। তবে এই দৃশ্যের শ্যুটিং করা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দুর্ঘটনার পরে। কোমরে চোট লাগার পরেও, যথেষ্ট ঝুঁকি নিয়েই এই নাচের শটটি দিয়েছিলেন শিবপ্রসাদ।
এই ছবিতেই প্রথমবার পর্দায় নাচ করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এই শটটি নিয়ে কথা বলতে গিয়ে শিবপ্রসাদ বলেছিলেন, প্রথমবার কৌশানীর বিপরীতে নাচ করা নিয়ে তিনি বেশ নার্ভাসই ছিলেন। কৌশানী নাচে অভ্যস্থ কিন্তু শিবপ্রসাদ নাকি দ্বিধায় ছিলেন এই শটটি কেমন হবে তা নিয়ে।
এই দৃশ্যে দেখানো হচ্ছে, একটি মাটির পাত্র গড়ছেন কৌশানী। সেখানে পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরেন শিবপ্রসাদ। যাতে মাটির পাত্র গড়া সঠিকভাবে হয়, সেই কারণে দীর্ঘক্ষণ ধরে মাটির পাত্র তৈরির পদ্ধতি শিখেছিলেন কৌশানী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -