কলকাতা: ২০২৩ শেষ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। তার আগেই নতুন বছরের একগুচ্ছ প্রজেক্টের নাম ঘোষণা করল ওটিটি প্ল্যাটফর্ম 'হিপ্পিক্স' (Hippiix)। নাম ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ (Rituparna Sengupta) একাধিক তারকা।


'হিপ্পিক্স' প্ল্যাটফর্মে আসছে একাধিক নতুন প্রজেক্ট


তাবড় তারকাদের সঙ্গে নিয়ে ঘোষণা করা হল একগুচ্ছ সিনেমা, ওয়েব সিরিজের নাম। সৌজন্যে 'হিপ্পিক্স'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে আরও একাধিক জনপ্রিয় মুখ।


আগামী বছরে 'হিপ্পিক্সে' আসছে অনেক নতুন ছবি আর ওয়েব সিরিজ। 'হিপ্পিক্স'-এর কর্ণধার শ্রী রূপক চট্টোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়েই শুরু হয় এই অনুষ্ঠান। আগামী বছর 'হিপ্পিক্স' আনছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত, দেবারতি ভৌমিকের ছবি 'নজরবন্দী'। সাইবার ক্রাইমের উপরে লেখা এই চিত্রনাট্যের ইউএসপি হল, এই ছবিতে নেই কোনও পুরুষ চরিত্র। পুরোপুরি মহিলা অভিনেত্রী ও সিনিয়র পরিচালক, চিত্রগ্রাহক ও আর্ট ডিরেক্টরের হাতে এই ছবি তৈরি হবে। এই ছবি সম্পর্কে অভিনেত্রী বলেন, "নজরবন্দী" ছবিতে পুরোপুরি ভিন্নভাবে আমার চরিত্রকে সাজানো হয়েছে। এটি এমন একটি গল্প, যে গল্পে কোনও পুরুষ চরিত্র নেই৷ এই প্রথম এমন গল্প নিয়ে সিনেমা হচ্ছে যেখানে আমাদের হাতের মোবাইল ফোনের খারাপ ভাল গুরুত্ব উঠে আসবে। খুব ভাল লাগছে এমন একটি সিনেমার অংশ হতে পেরে। আমাদের ছবির টিজার পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিতে আরও অনেক ভাল ভাল অভিনেত্রী অভিনয় করছেন। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে।'


দ্বিতীয় প্রজেক্ট পায়েল সরকার (Payel Sarkar) অভিনীত ও প্রীতম মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'জয়ী'। এই সিরিজে দেখানো হবে জয়িতার জীবনের গল্প। এক মেয়ের জীবনে ঘটে যাওয়া বহু ঘটনা বা বলা ভাল দুর্ঘটনা আর তার থেকে কীভাবে ফিনিক্স পাখির মতো সে একদিন নতুন করে বেঁচে উঠবে সেই নিয়েই পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'জয়ী'। আগামী বছরের শুরুর দিকে শ্যুটিং শুরু হবে। অভিনেত্রী পায়েল সরকারের কথায়, "জয়ী" এমন একটি ওয়েব সিরিজ, যেখানে প্রতিটি পরতে নানান রহস্য রয়েছে। আমার চরিত্রের মধ্যে অনেকগুলো ট্যুইস্ট আছে, গল্পের খুব গুরুত্বপূর্ণ চরিত্র। যাকে ঘিরে এই ওয়েব সিরিজটা। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, তার রহস্য উন্মোচন নিয়ে এই গল্প।'


আরও পড়ুন: Bobby Deol: বড়পর্দায় কাঁচি চলেছে, দেখা যাবে OTT-তে, রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কথা ফাঁস করলেন ববি


এ ছাড়াও এদিন 'ফতেমা' ছবির পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি 'ভাসান', সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের 'চক্রব্যুহ', নীলাঞ্জন ঘোষের ছবি 'শুকসারী কথা' ইত্যাদি প্রজেক্টের ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন পায়েল সরকার, কুশল চক্রবর্তী, সুমন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 'হিপ্পিক্স'-এর কর্ণধার রূপক চট্টোপাধ্যায় আশাবাদী আগামী দিনে মানুষের ওটিটি প্ল্যাটফর্মের প্রতি নির্ভরতা বাড়বে আর সেখানে 'হিপ্পিক্স' দর্শককে উপহার দেবে বিভিন্ন ধরনের বিষয়ের উপরে তৈরি ছবি ও ওয়েব সিরিজ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।