কলকাতা: সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের। অবশ্য নিজেই সমাজমাধ্যমে ঋত্বিকার সঙ্গে বিয়ের ছবি ভাগ করেছিলেন হিরণ। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্ট মুছে দেন তিনি।  যদিও হিরণের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য আসেনি। তবে এরই মধ্যে ইনস্টাগ্রামে  একটি ইঙ্গিতপূর্ণ রিল পোস্ট করেছেন মেয়ে নিয়াসা।  

Continues below advertisement

বারাণসীর ঘাটে হিরণের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় সরব হয়েছেন, তেমনই এবার বাবার কথা উল্লেখ না করেও একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কন্যা নিয়াসা। সোশ্যাল মিডিয়ায়  একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর জীবনে মা-ই সব। 

১৯ বছর বয়সি কন্যা নিয়াসা একটি রিল পোস্ট করে লিখেছেন,  ‘যতদূর মনে পড়ছে বহুদিন হল আমরা দু’জনেই আছি। তুমিই ভালোবাসা দিয়ে সব দায়িত্ব পালন করে চলেছ প্রতিনিয়ত। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমিই আমার পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় সমর্থক। তুমিই আমার হিরো মা।’ 

Continues below advertisement

বিগত কয়েক বছরে টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যেত, স্ত্রী-সন্তানের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছিল হিরণের। 

হিরণকন্যা বর্তমানে মধ্য কলকাতার এক কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। 

এদিকে,  হিরণের এই বিয়ে পুরোপুরি বেআইনি বলে দাবি করলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।  এই বিয়েটা অবৈধ বলেও দাবি জানিয়েছেন তিনি।  সংবাদমাধ্যমে হিরণের প্রথম স্ত্রীর কথায়, এই বিয়েটা একেবারেই অবৈধ। এটার কোনও ভ্যালু নেই।

তিনি এও বলেন, 'আমাদের বা আমার মেয়ের উপরে যেটা হল আজ, মানে এর আগেও অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। সেটা তো আঘাত করেছে। মানে আমার মেয়ের প্যালপিটিশন হয়, ডাক্তার দেখাতে হয়েছে। এইসব থেকেই হয়েছে। এখন বাবা হয়ে এরকম কর্তব্য জ্ঞানহীন এরকম, জঘন্য বাবা থাকলে ফেস করতে হবেই। এটা দুঃখ যেমন আমরা বাবা মা পছন্দ করে নিয়ে আসি না, ..এটাই দুঃখ আমার যে এরকম একটা লোকের সঙ্গে থাকি। যে সবচেয়ে কাছের লোকেদের সবচেয়ে যন্ত্রণা দেয়।'