নয়াদিল্লি: করিনা কপূর খান (Kareena Kapoor Khan) এখন মলদ্বীপে (Maldives) পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে সেখানে উড়ে গেছেন দিদি করিশ্মা কপূর (Karishma Kapoor) এবং ছেলেমেয়েদের নিয়ে। সেই থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একের পর এক সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে চলেছেন তাঁরা। সমুদ্র সৈকতে সুন্দর সময় কাটাচ্ছেন তাঁরা।
তবে আজ তো হোলি। গোটা দেশ মেতেছে রঙের উৎসবে। আর এই দিনে খানিক অন্য ধরনের ছবি পোস্ট করলেন পতৌদি বেগম। ইনস্টাগ্রামে ছোট ছেলে জাহাঙ্গিরের সঙ্গে একটি ভীষণ মিষ্টি ছবি পোস্ট করলেন তিনি।
ছবিতে, করিনাকে একটি কালো বিচওয়্যার পরে দেখা যাচ্ছে এবং সেখানে ছোট্ট জে-র সঙ্গে বালিতে বসে আছেন অভিনেত্রী। বেবোকে দেখা গেল নো মেক আপ লুকে। চুলে খোঁপা বেঁধে মা ও ছেলে জুটি বালির দুর্গ তৈরি করার চেষ্টা করে চলেছেন। বালিতে খেলতে গিয়ে জেহ বেশ কৌতূহলী বলাই বাহুল্য। ক্যাপশনে করিনা লিখেছেন, 'হোলির দিনে আমরা বালির দুর্গ তৈরি করি। শুভ হোলি!' তাঁর পোস্টে সঙ্গে সঙ্গে কমেন্ট করেছেন একাধিক টিনসেল তারকা।
কাজের ক্ষেত্রে, করিনা কপূরকে এরপর দেখা যাবে আমির খান অভিনীত 'লাল সিংহ চড্ডা' ছবিতে। এছাড়া নেটফ্লিক্সেও ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। সুজয় ঘোষ পরিচালিত ছবির নাম এখনও ঠিক হয়নি।
আরও পড়ুন: The Kashmir Files: ৭ দিনে ৯৭.৩০কোটি! একের পর এক রেকর্ড ভাঙছে 'দ্য কাশ্মীর ফাইলস'