মুম্বই: ‘মাদার্স ডে’, ‘ফাদার্স ডে’, ‘উইম্যানস ডে’, ‘ভ্যালেন্টাইনস ডে’-র মতো আমেরিকায় সাড়ম্বরেই উদযাপিত হল ‘শ্রেয়া ঘোষাল ডে’। করোনার কারণে কোনওরকম জন সমাগম না করেও ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষালকে বিগত ৯ বছরের মতো এবারও সম্মান জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১০ সালে ২৬ জুন দিনটিকে বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষালের নামে উৎসর্গ করেন আমেরিকার ওহিও প্রদেশের গভর্নর। তারপর থেকে ওই দিনটি ‘শ্রেয়া ঘোষাল দিবস’ হিসেবেই উদযাপিত হয়।
এবছর করোনার মতো মহামারীর প্রকোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ অবস্থার পরেও শ্রেয়া ঘোষালকে ভুলে যায়নি ট্রাম্পের দেশ। যা দেখে অভিভূত শ্রেয়া নিজেই।
সোশ্যাল মিডিয়ায় গায়িকা লেখেন, “আজ আমার প্রতি এত ভালবাসা প্রদর্শনের জন্য সবাইকে ধন্যবাদ। শ্রেয়া ঘোষাল দিবসের দশ বছর। যেভাবে প্রতিবছর অনুরাগীরা এই দিনটি উদযাপন করছে, তা দেখে আমি অভিভূত। তোমরাই আমার সঙ্গীতের অনুপ্রেরণা। তোমরাই আমার জীবনশক্তি। ভালবাসা প্রিয়।”