'দরকার হলে ঋণ নিয়েও আপনাদের বেতন মেটাব', কর্মীদের প্রতিশ্রুতি এই বলিউড অভিনেতার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 16 Apr 2020 02:10 PM (IST)

অভিনেতা বলেন, "বছরে একটা ছবি করি। আমার ক্ষমতা ওই পর্যন্তই।..."

NEXT PREV

আলমোড়া: দেশে কোভিড-১৯ সঙ্কটের সময়ে অনেক সেলিব্রিটি এগিয়ে এসেছেন। নিজ নিজ ক্ষমতা অনুযায়ী, মানুষেক সাহায্য করছেন। এরমধ্যে এমনও কেউ কেউ রয়েছেন, যাঁরা আশেপাশে থাকা মানুষদের সহায়তা করছেন। যেমন অভিনেতা দীপক ডোব্রিয়াল।


এপ্রসঙ্গে, অভিনেতা বলেন,


আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমাদের মতো মানুষের যদি এত সমস্যা হয়ে থাকে, তাহলে গরিব মানুষ কী করে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন? আমার হয়ে ৬-৭ জন কাজ করেন। সকলের বিভিন্ন রকমের কাজ ভাগ করা। আমি আমার কর্মচারীদের কথা দিয়েছি, আমি ওদের বেতন দেব। তার জন্য যদি আমাকে ঋণও নিতে হয়, তাতেও আমি রাজি।-


অভিনেতা যোগ করেন, বছরে একটা ছবি করি। আমার ক্ষমতা ওই পর্যন্তই। আমার কাছে প্রচুর টাকা নেই। তা সত্ত্বেও আমি ওদের সাহায্য করব। এখানে বলে রাখা প্রয়োজন, বর্তমানে নিজের পরিবারের থেকে দূরে উত্তরাখণ্ডের আলমোড়ায় আটকে পড়েছেন ডোব্রিয়াল। ৯ মার্চ থেকে ছবির শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন সেখানে। এখন ফিরতে পারছেন না।


সেই প্রসঙ্গে ডোব্রিয়াল বলেন, এমনিতে শ্যুটিংয়ের জন্য ২ মাস আসার কথাই ছিল। তা সত্ত্বেও এই পরিস্থিতিতে পরিবারের কথা মনে পড়ছে। এছাড়া, বন্ধুবান্ধবদের কথা মনে পড়ছে। রোজনামচার কথা মনে পড়ছে। তিনি মনে করিয়ে দেন, আটকে থাকলেও ছবির অভিনেতা সহ কলাকুশলীরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেছেন এবং করোনা যুদ্ধে সকলে একে অপরের সাহায্য করছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.