মুম্বই: “মেরি আসিকি তুমসে হি” অভিনেত্রী স্মৃতি খান্না এখন অনেকেরই হার্টথ্রব। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় স্মৃতি। সম্প্রতি তাঁর স্বামী গৌতমের জন্মদিনে এক মিষ্টি ও আবেগী বার্তা দিলেন তিনি। সেই পোস্টই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তিনি লেখেন, এবছর লকডাউনের মধ্যেই স্বামীর জন্মদিন। তাই অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন নিশ্চয়ই আলাদা। কারণ তিনি মা হতে চলেছেন।
এরপর তিনি লেখেন, গৌতমের অর্ধাঙ্গিনী হতে পেরে খুবই গর্বিত তিনি। এখন দুজনে সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় আছেন। হয়ত সেটাই তাঁর জন্মদিনের উপহার। তবে তা আসতে হয়ত একটু দেরি হতে পারে। যে কোনওদিনই তাঁদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সঙ্গে দিয়েছেন ফিডিং বোতলের ইমোজি। স্বামীর জন্মদিনে স্মৃতির আবেগী ভিডিও বার্তার সঙ্গে জুড়ে দিয়েছেন মনজয়ী নোট। ভিডিও মিউজিকও বেশ মিষ্টি।
স্মৃতি লিখেছেন, গৌতম আমার কাছে রত্ন, পৃথিবীর আলো।