ভূতের গল্প নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে উন্মাদনা কম নেই। এবার ভয় আর থ্রিলারের মিশেলে পরিচালক সায়ন বসু চৌধুরী তৈরি করলেন তাঁর নতুন ছবি "হরর স্টোরিজ"। পরিচালকের কথায়, ছবিতে প্রত্য়ক্ষ ভাবে ভূতের উপস্থিতি না থাকলেও সাইকোলজিক্য়াল থ্রিলার ও ভয়ের  আবহই এই ছবির ইউএসপি। "হরর স্টোরিজ" ছবিটিতে দুটি আলাদা আলাদা গল্পকে তুলে ধরা হয়েছে। যার একটিতে অভিনয় করেছেন সুপ্রতিম সাহা ও অলিভিয়া সরকার এবং অন্য় গল্পটিতে রয়েছে মৈনাক বন্দ্য়োপাধ্য়ায় ও রূপসা মুখোপাধ্য়ায়।


কলকাতা শহরের বিভিন্ন লোকেশানে হয়েছে এই ছবির শুটিং। সুপ্রতিম-অলিভিয়া এই ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। তবে গল্পে অলিভিয়াকে হীনমন্য়তায় ভোগা একটি মেয়ে হিসেবে দেখানো হয়েছে। যার জীবনে হঠাৎই একটি ম্য়াজিক বক্স আসে, আর সেখান থেকেই মোড় নেয় তার জীবনের গল্প। এই ছবিতে কাজের অভিজ্ঞতার কথা এবিপি লাইভের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেয়ার করেছেন অলিভিয়া। ব্য়ক্তিগত জীবনেও কী তিনি ভূতে ভয় পান? সেকথাও অকপটে জানিয়েছেন অলিভিয়া।


"হরর স্টোরিজ"-এর অন্য় একটি গল্পে রূপসা ও মৈনাককে প্রথমবার একসঙ্গে দেখতে পেতে চলেছে দর্শক। এখানে রূপসা একজন স্বাধীনচেতা মহিলার চরিত্রে রয়েছেন, ও তার অফিসের বস ও পরবর্তী সময়ে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মৈনাক। যদিও এই গল্পে মৈনাকের চরিত্রটিকে নেগেটিভ চরিত্র হিসেবেই দেখাতে চেয়েছেন পরিচালক। তবে এই চরিত্রটিতে অভিনয় বেশ চ্য়ালেঞ্জিং বলেই মনে করছেন  মৈনাক।।


"হরর স্টোরিজ"-ছবিটির কয়েকটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সাহেব হালদার, রোশনি ঘোষ সহ বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম।


একদিকে যেমন সুপ্রতিম জানিয়েছেন এই ছবিতে কাজ করে তার ভীষণ ভালো লেগেছে, তেমনই মৈনাককে কো অ্য়াক্টর হিসেবে পেয়ে রূপসাও বেশ খুশি। ছবির শুটিং চলাকালীন ফ্লোরে যথেষ্ট করোনাবিধি মানা হয়েছিল বলেও জানিয়েছেন কলাকুশলীরা।


ছবির পোস্টার শুটও ইতিমধ্য়েই শেষ। এখন প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে "হরর স্টোরিজ", তারই অপেক্ষায় দর্শকরা।