কলকাতা: ‘আমার প্রথম বিবাহবার্ষিকীতেই বউ অন্য কারও হয়ে গেল। তাকে ভালবাসি তাই যেতে দিলাম। সুখে থেকো প্রিয়তমা’। রবিবার ইনস্টাগ্রামে এই পোস্টই করেছেন টলি অভিনেতা অঙ্কুশ। এখন প্রশ্ন, অঙ্কুশ বিয়েই বা কবে করলেন? আর তাঁর বউ-ই বা কে?


আরও পড়ুন: অঙ্কুশের বিপরীতে নায়িকা হচ্ছেন, তেলুগু ছবিতেও দেখা যাবে বাংলাদেশের মডেল-অভিনেত্রী শান্তা পালকে


টলিউডে সবাই জানে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন সম্পর্কে আছেন। প্রেম বেশ গাঢ়। তবে বিয়ে নিয়ে তাঁদের কেউ এখনও সেভাবে কোনও পরিকল্পনা করেননি। অন্তত সংবাদমাধ্যমে তেমন কোনও খবর নেই। এরই মধ্যে বিবাহবিচ্ছেদের খবর শুনিয়ে দিলেন অঙ্কুশ! না, অবাক হওয়ার কিছু নেই। অনস্ক্রিন বউ নুসরত ফারিয়াকে নিয়েই এই পোস্ট দিয়েছেন অঙ্কুশ। ‘বিবাহ অভিযান’ ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছিলেন বাংলাদেশি তারকা নুসরত। ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। ২১ জুন, ২০১৯ সালে ছবিটি রিলিজ করে এবং রবিবার ছিল তার বছরপূর্তি। সেই উপলক্ষেই মজার এই পোস্টটি করেছেন অঙ্কুশ। যার জবাবে নুসরত লিখেছেন, ‘এটা কোনও কথা!’






বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে অঙ্কুশ, নুসরত ছাড়াও অভিনয় করেছিলেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়ঙ্কা সরকার। ভেঙ্কটেশের এই রোমান্টিক কমেডি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।