মুম্বই: সুশান্ত মৃত্যু তদন্তে সিবিআইয়ের জোড়া দল গঠন করা হয়েছে। আলাদাভাবে তদন্তে সিবিআইয়ের ২টি বিশেষ তদন্তকারী দল (সিট)। বৃহস্পতিবারই দুই দল মুম্বইয়ে পৌঁছচ্ছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, একটি দল ময়নাতদন্তকারী চিকিৎসক ও তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদ করবে। দ্বিতীয় দলটি সুশান্তের ফ্ল্যাট খতিয়ে দেখবে এবং মুম্বই পুলিশের থেকে সমস্ত নথি সংগ্রহ করে কাদের জিজ্ঞাসাবাদ করা হবে সেই তালিকা তৈরি করবে। এর পাশাপাশি, মামলা সংক্রান্ত সব নথির ইংরেজি অনুবাদ করবে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, সুশান্তকাণ্ডের প্রাথমকি তদন্তে মুম্বই পুলিশের দুই ডিসি পদমর্যাদার অফিসারকে জিজ্ঞাসা করবে সিবিআই। এই দুজন হলেন অভিষেক ত্রিমুখে ও মরমজিৎ সিংহ। সিবিআই-এর আরেকটি দল সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে যাবে। প্রয়োজনে তারা ঘটনার পুনর্নির্মান করবে। কী ঘটেছিল, বা বলা ভাল কী ঘটে থাকতে পারে, সেই সম্ভাবনার একটা তৈরি করা হবে।
ইতিমধ্যে মুম্বই পুলিশের তরফে নথি হস্তান্তরের জন্য ডেপুটি কমিশনারের পদের এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গতকাল বৃহন্মুম্বই পৌরসভার তরফে জানানো হয়েছে, সিবিআই দল যদি ৭ দিনের জন্য আসে, তাহলে, তাদের কোয়ারিন্টিন থেকে ছাড় দেওয়া হবে। এর আগে, সুশান্তকাণ্ডের তদন্তের কাজে মুম্বই যাওয়া বিহার পুলিশের এক আইপিএস অফিসারকে হাতে স্ট্যাম্প মেরে কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় পৌরসভা। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়।
প্রসঙ্গত, বুধবার সুশান্ত মৃত্যুতদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি জানিয়েছেন, সমস্ত জল্পনার অবসান ঘটানোর জন্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।
শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ এদিন রায়ে জানিয়েছে, সুশান্ত সিংহ রাজপুত মুম্বই চলচ্চিত্র জগতের অত্যন্ত প্রতিভাবান অভিনেতা ছিলেন। অভিনয় ক্ষমতার পরিচয় দেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবার, বন্ধু এবং প্রশংসকরা তদন্তের ফল জানার অপেক্ষায় রয়েছেন। যাতে সমস্ত জল্পনার অবসান ঘটে। তাই এই ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।
পাশাপাশি সর্বোচ্চ আদালতের বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ আরও জানিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আরও কোনও মামলা হলে, তার তদন্তও করবে সিবিআই।
এদিকে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আর্থিক বিষয়ে তদন্ত চালাচ্ছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার বিদেশে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর সংস্থার আর্থিক লেনদেন নিয়ে খোঁজ নেওয়া হবে।
ফ্রান্স, সুইৎজারল্যান্ড, ইতালি ও অস্ট্রিয়ায় বেড়াতে গিয়েছিলেন রিয়া। ওই দেশগুলিতে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিনা, কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, এ সবই তদন্ত করে দেখবে ইডি।
এরইমধ্যে আজ ইডি দফতরে হাজিরা দেন পরিচালক রুমি জাফরি। তিনি সুশান্ত ও রিয়াকে নিয়ে শ্যুটিং শুরু করেছিলেন। লকডাউনে সেই শ্যুটিং বন্ধ হয়ে যায়।