মুম্বই: ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী আজাজ খান। শনিবার তাঁকে গ্রেফতার করে খার পুলিশ স্টেশন। পুলিশ জানিয়েছে, ফেসবুক লাইভে তিনি এমন কিছু মন্তব্য করেন বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করতে পারে বলে অভিযোগ। আজাজের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা চেষ্টা করা বা উস্কানি দেওয়া, শান্তিবিঘ্নের চেষ্টা, মানহানি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। তবে, এই প্রথমবার নয়। এর আগে, গত বছরের জুলাই মাসে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচার করছে এমন কিছু বিতর্কিত ভিডিও পোস্ট করার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল মুম্বই সাইবার পুলিশ।
ফেসবুকে বিদ্বেষমূলক মন্তব্য, গ্রেফতার প্রাক্তন বিগ-বস প্রতিযোগী আজাজ খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2020 01:44 PM (IST)
শনিবার তাঁকে গ্রেফতার করে খার পুলিশ স্টেশন।
NEXT
PREV
হলি বলি টলি (holly-bolly-tolly) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -