কলকাতা: তিন বছরের প্রেমের পরিণতি। উত্তম কুমারের নাতি-নাতবৌ এখন টলিদুনিয়ায় চর্চার কেন্দ্রে। গৌরব-দেবলীনার বিয়ে সুসম্পন্ন। তারপরও অনুষ্ঠান চলছেই। মেহেন্দি, আইবুড়োভাত, গায়ে হলুদ, বিয়ে বউভাতের পর জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। আর তাতে নাচে গানে জমিয়ে দিলেন নবদম্পতি।


বুধবার সাত পাকে ঘোরে টলিউডের এই মিষ্টি জুটি। দেবলীনা সেজে উঠেছিলেন লাল টুকটুকে বেনারসিতে। সৌজন্যে ডিজাইনার অভিষেক রায়। গৌরব সাদা-সোনালি ধুতি-পাঞ্জাবিতে এক্কেবারে সনাতনী সাজে!

সমস্ত রীতিনীতি মেনেই হল বিয়ে তবে হল না কন্যাদান। চারহাত এক হল বৈদিক মতে। কন্যা-দান হল না। পাত্রীর বিশ্বাস, কন্যা কখনও দানসামগ্রী হতে পারে না, তাই কন্যাদানের রীতিও গুরুত্বহীন। তাই বাবা রাজনীতিক দেবাশিস কুমারের তত্ত্বাবধানে বিয়ে হলেও, বাদ রইল কন্যাদান। দুঁদে রাজনীতিক বাধ্য বাবা হয়ে মেনেছেন সব আবদার। করোনা বিধি মেনেই যথা সম্ভব হইহই করে দিয়েছেন মেয়ের বিয়ে।



৯ ডিসেম্বর বিয়ে। বৌভাত ১১ য়। এক্কেবারে পারিবারিক আবহে হল চট্টোপাধ্যায় পরিবারের নবদম্পতির বিয়ে। তাঁরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। বেগুনি বেনারসিতে অপরূপা নববধূ, গা ভরা গয়না।। বরের পরনে প্লিটেড অঙ্গরাখা। গলায় সোনার চেন।


এরপর ১৩ ডিসেম্বর ক্যালকাটা বোটিং ক্লাবে হয়ে গেল গৌরব-দেবলীনার সঙ্গীতের অনুষ্ঠান। পোশাক ডিজাইনার অভিষেক রায় জানান গৌরব পরেছিলেন ইন্দোওয়েস্টার্ন পোশাক। শেরওয়ানির সঙ্গে কলিদার পঞ্জাবি।
দেবলীনা-গৌরবের যুগল পারফর্ম্যান্স হইহই ফেলে দিল। তাল মেলালেন 'আঁখ মারে' গানের সঙ্গে। বিশিষ্ট নৃত্যশিল্পী দেবলীনা নাচলেন 'টু স্টেটস' ছবির গানে।

ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে নবদম্পতি

সঙ্গীতের অনুষ্ঠানে গৌরব



তবে এই সন্ধের আলো কেড়ে নিলেন আরো এক জুটিও। সৌরভ-ত্বরিতা। তরুণ কুমারের নাতি সৌরভ ও টেলি অভিনেত্রী ত্বরিতা। তাঁরাও বিয়ে করতে চলেছেন ২০২১ -এর জানুয়ারিতে। এখন চলছে সেই অনুষ্ঠানের কাউন্টডাউন।
তবে গৌরব দেবলীনার বিয়ের অনুষ্ঠান এখানেই শেষ নয়। আছে দুজনের রিসেপশনের অনুষ্ঠানই আলাদা আলাদা করে।