মুম্বই: অভিনেত্রী পূজা ভট্টের ট্যুইটের জবাব দিলেন কঙ্গনা রানাউত। বলিউডের চলতি স্বজনপোষণ বনাম বহিরাগত বিতর্কে মুখ খোলেন পরিচালক মহেশ ভট্টের কন্যা। সেই প্রক্ষিতেই সম্প্রতি, মাইক্রো ব্লগিং সাইটে পূজা লেখেন, তাঁর বাবার প্রোডাকশন হাউস বিশেষ ফিল্মস ইন্ডাস্ট্রির পরিচিতির বাইরের বহু প্রতিভাকে সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়েছে। বহু অভিনেতার অভিষেক হয়েছে তাঁদের হাত ধরেই। বুধবার করা ওই ট্যুইটে পূজা আরও দাবি করেন, তাঁদের প্রোডাকশন হাউস যতজন বহিরাগতকে সুযোগ দিয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রি বাকি সকলে মিলে অত জনকে দেয়নি।
এর উত্তরে কঙ্গনার তরফে পূজা ভট্টের উদ্দেশে বলা হয়, কঙ্গনার প্রতিভাকে চিনেছিলেন অনুরাগ বসু। সকলেই জানে, মুকেশ ভট্ট কলাকুশলীদের টাকা দেন না। বিনামূল্যে প্রতিভাবান শিল্পীদের দিয়ে কাজ করানো অনেক স্টুডিও করেই থাকে। এতে তাদেরই লাভ হয়। তবে, সিনেমায় সুযোগ দিয়েছেন বলে কঙ্গনাকে চপ্পল মারার অধিকার পান না তোমার বাবা। অথবা তাঁকে পাগল বলা বা অপমান করা। এমনকী, কঙ্গনার কেরিয়ার শেষের ভবিষ্যদ্বাণী ও করেছিলেন মহেশ। কঙ্গনার প্রশ্ন, কেন সুশান্ত সিংহ রাজপুত ও রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে এত ব্যয় করেছিলেন মহেশ? কেন তিনি সুশান্তের শেষ ঘোষণা করেছিলেন? ওনাকে আগে এই প্রশ্নগুলি করো।
কঙ্গনা যোগ করেন, গ্যাংস্টার ছবির পাশাপাশি মহেশ বাবুর সঙ্গে পোকিরি-র জন্যও অডিশন দিয়েছিলেন তিনি। পরিচালক পুরী জগন্নাথের নির্দেশনায় তৈরি ওই ছবি ব্লকবাস্টার হিট হয়। তাই, যদি কেউ মনে করে কঙ্গনা যা অর্জন করেছে শুধুমাত্র গ্যাংস্টারের জন্য, সেই যুক্তি ধোপে টিকবে না। এর আগে, এই একই ইস্যুতে মহেশ ভট্টের স্ত্রী সোনি রাজদানের ট্যুইটের জবাব দেন কঙ্গনার বোন রঙ্গোলী।