মুম্বই: করোনায় আক্রান্ত কর্ণ জোহরের গৃহকর্মে নিযুক্ত ২ কর্মী। সোশ্যাল মিডিয়ায় নিজেই খোলসা করেন বলিউড চলচ্চিত্র নির্মাতা।  তিনি জানান, উপসর্গ দেখা দিতেই তৎক্ষণাৎ ওই ২ জন আক্রান্ত কর্মীকে বিল্ডিংয়ের একটি অংশে কোয়ারান্টিনে রাখা হয়েছে।


তিনি বলেন, আমি আপনাদের জানাতে চাই যে, আমার বাড়ির ২ জন কর্মী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। যে মুহূর্তে তাঁদের শরীরে উপসর্গ দেখা দেয়, সঙ্গে সঙ্গে তাঁদের বিল্ডিংয়ের একটি অংশে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। পুরসভাকে জানানো হয়েছে। গোটা বিল্ডিংকে ধোঁয়া ও স্যানিটাউজ প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়েছে।





কর্ণ আরও জানান, সোমবার সকালেই তিনি, তাঁর পরিবারের সদস্যরা এবং বাড়ির অন্যান্য কর্মীদের সোমবার সকালে সোয়াব টেস্ট করা হয়। সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে, সকলেই আগামী ১৪ দিন হোম আইসোলেশনে থাকবেন। বলেন, আশেপাশে সকলের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।


প্রসঙ্গত, গতকালই লকডাউনের আবহে পুত্র যশ, কন্যা রূহি ও মা হীরু জোহরের সঙ্গে বাড়িতেই নিজের ৪৮তম জন্মদিন পালন করেন কর্ণ। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন।





কয়েকদিন আগে, বনি কপূরের তিন গৃহ-সহায়ক কোভিড পজিটিভ হন। এরপরই, তিনি ও তাঁর দুই কন্যা তথা অভিনেত্রী জাহ্নবী ও খুশি কপূর করোনা পরীক্ষা করান। সকলেই অবশ্য নেগেটিভ এসেছেন।