মুম্বই: অন্য ফ্ল্যাটের এক বাসিন্দার কোভিড-১৯ পজিটিভ হওয়ার জের। সিল করে দেওয়া হল বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিল্ডিং। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বান্দ্রায় মালাইকার টাস্কানি অ্যাপার্টেমেন্টের এক বাসিন্দা গত ৮ জুন কোভিড পজিটিভ হন। এরপরই, বৃহন্মুম্বই পৌরসংস্থার তরফে বিল্ডিংটা সিল করে দেওয়া হয়। সম্প্রতি, ইন্টারনেটে ওই বিল্ডিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের নীচে একটি ব্যানার রয়েছে, যাতে লেখে কনটেনমেন্ট জোন। প্রসঙ্গত, মার্চে লকডাউন শুরু হওয়া ইস্তক হোম কোয়ারান্টিনে রয়েছেন মালাইকা। প্রসঙ্গত, দেশের মধ্যে মহারাষ্ট্রে এখনও করোনার প্রকোপ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৮ জনের। আক্রান্তের সংখ্যা ৯৪ হাজারের বেশি। একা রাজধানী মুম্বইতেই আক্রান্ত প্রায় সাড়ে ৫২ হাজার।