মুম্বই: দেশের হাজার-হাজার পরিযায়ী শ্রমিকের কাছে তিনি এখন মসীহা। তাঁদের ঘরে ফেরানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না সোনু। তাঁর মতো করে চাটার্ড প্লেনে চাপিয়ে পরিযায়ীদের ঘরে ফেরানোর উদ্যোগ নেননি কোনও অভিনেতা। নিজের প্রচেষ্টায় তিনি এত কিছু কীভাবে করছেন? বিস্মিত অনেকেই।
জীবনে কিছু পেতে গেলে, পরিশ্রমের বিকল্প নেই। এই ফর্মুলাতেই বরাবর বিশ্বাসী সোনু। তাই হয়ত তাঁর সম্পত্তির পরিমাণ তাক লাগিয়ে দেওয়ার মতোই। সোনুর ঝুলিতে আছে এমনকিছু, যা সত্যিই ঈর্ষনীয়।
সূত্র বলছে, সোনু ইন্ডাস্ট্রির হায়েস্ট-পেইড তারকাদের অন্যতম। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩০ কোটির আশেপাশে। কঠোর পরিশ্রম করে এই টাকা রোজগার করেছেন তিনি।
তাঁর কাছে এমন ৫টি দামি জিনিস আছে, যা নিয়ে ইন্ডাস্ট্রিতে রীতিমতো চর্চা চলে।
১. পোর্শে পানামেরা গাড়ি। যার দাম দেড় থেকে আড়াই কোটির মধ্যে। একটি হাই প্রোফাইল ইভেন্টে সোনু এই গাড়িটি নিয়ে পৌঁছে সকলকে তাক লাগিয়ে দেন।
২. সোনুর নিজের একটি প্রোডাকশন হাউস আছে। যার নাম 'শক্তি সাগর'। ২০১৬ সালে এই প্রোডাকশন হাউস খুলতে সোনুর খরচ করেন ১.৭ কোটি টাকার মতো।
৩. মোগায় সোনুর একটি আলিশান বাড়ি আছে। যা নতুন করে সাজাতে সোনু নাকি নয়-নয় করেও খরচ করেছেন ২০ কোটি টাকার মতো।
৪. তাছাড়াও আন্ধেরিতে আছে সোনুর চার বেডরুমের একটি ফ্ল্যাট। যার দাম ২০ কোটি টাকার মতো। কিছুদিন আগে সোনু এক সাক্ষাৎকারে বলেন, তাঁর এই ফ্ল্যাটটি খুব পছন্দের। কেরিয়ারে সুদিন আসার আগে থেকেই এই জায়গাটি তাঁর পছন্দের। কাছেই বন্ধুবান্ধব, বাচ্চাদের স্কুল, জিম, বাজার-দোকান, সবকিছু।
৫. শুধু পোর্শে নয়, সোনুর গ্যারাজে আছে একটি মার্সিডিজ কোম্পানির গাড়িও, যার দাম ৬৬.৭ লাখ টাকার মতো। এ গাড়িটিই সবথেকে বেশি ব্যবহার করে থাকেন তিনি।
এছাড়াও জুহুতে সোনুর একটি হোটেল আছে। যেটিকে সম্প্রতি কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করতে দিয়েছেন অভিনেতা।