নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে বিশ্বের সবথেকে বড় ত্রাস করোনাভাইরাস। উহান থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসে ইতিমধ্যেই ১৫ হাজার ২০৫ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুভয় নিয়ে আক্রান্ত আরও ৩ লাখ ৪০ হাজার মানুষ।



এই অবস্থায় চিন, ইতালি, স্পেন, জার্মানি, আমেরিকা সহ সব দেশই কার্যত আইসোলেশনে। দেশ থেকে দেশে তো দূর এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়াতেও কার্যত অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়েছে। জায়গায় জায়গায় চলছে লকডাউন। আকাশপথ, রেল, নদীপথ সব বন্ধ। সড়ক আছে, নেই পরিবহণ। চিকিৎসকদের একটাই পরামর্শ, এই দুর্দিনে বাড়ি থেকে এক পাও বাইরে বেরবেন না। সিংহভাগই মানছেন এই পরামর্শ। নিজেদের সেলফ কোয়ারেন্টিন করেছেন বলিউডের একাধিক তারকা। কোয়ারেন্টিন হয়েছেন রণবীর সিংহও। সম্প্রতি নিজের ‘কোয়ারেন্টিন থাকার’ একটি ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।





উল্লেখ্য, রবিবার নরেন্দ্র মোদির ঘোষিত জনতা কার্ফুতে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন তিনি। দীপিকা পাড়ুকোন ও রণবীর, ২ জনেই ঘণ্টা ধ্বনি ও করতালিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত পেশাদারদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। করতালিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আপতকালীন পরিস্থিতিতে কর্মরত সকল কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার।