নয়াদিল্লি: বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের পর মঞ্চে গান গাইতে গাইতে কান্নায় ভেঙে পড়া। অডিশেন দিতে এসে তাঁকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা, সম্প্রতি এমন অনেক ঘটনাই শিরোনামে নিয়ে এসেছে নেহা কক্কর-কে। এবার আরও একবার নেহা আলোচনার কেন্দ্রবিন্দুতে। যার নেপথ্যে রয়েছে বলিউডের গায়িকাকে নিয়ে একটি বিনোদনমূলক চ্যানেলের হাসিঠাট্টা! গৌরব গেরা, কিকু সরদার মতো কৌতুক অভিনেতারা তাঁর শরীর ও মুখশ্রী নিয়ে হাসিঠাট্টা করেছেন বলে অভিযোগ নেহার।


নেহার কক্কর নাম পরিবর্তন করে বলা হয় ‘নেহা কঙ্কর’। এমনকি নেহার উচ্চতা কম থাকায় ওই চরিত্রের নাম রাখা হয় ‘ছটু’। এমন বিনোদনেই চটেছেন বলিউড গায়িকা। সোশ্যাল মিডিয়ায় সরব নেহা লিখেছেন, “এমন নেতিবাচক ও অপমানজনক কনটেন্ট সম্প্রচার দেখে লজ্জা হচ্ছে। যারা আমাকে চেনেন, তাঁরা নিশ্চয়ই জানেন, আমাকে নিয়ে হওয়া হাসিঠাট্টাকে আমি প্রশয়ই দিই। তবে এটা নিন্দনীয়। আমার নাম নেওয়া বন্ধ কর। আমার গানে আনন্দ করা বন্ধ কর। অকৃতজ্ঞ মানুষ। আমার গান শুনতে শুনতে একে অপরের প্রমিক প্রেমিকা হয়েছ, অথচ সেই আমাকে নিয়ে এমন কুরুচিকর কথা কীভাবে লেখ? তোমাদের লজ্জা নেই...।”


নেহাকে নিয়ে হওয়া ব্যঙ্গের সমালোচনা করে সরব হয়েছেন তাঁর ভাই টনি কক্কর। ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে টনি লিখেছেন, “ছোট শহর থেকে লড়াই করে এত কিছু অর্জন করা মেয়েকে নিয়ে এমন ঠাট্টা, তামাশা, এতোটাই সম্মান কর তোমরা! আমার বোনের উচ্চতা কম হওয়ায় এমনিই অনেক সমস্যা পোহাতে হয়েছে তাঁকে। তোমরা কী আদৌ বোঝো, কারো শরীর নিয়ে এমন হাসি, তামাশা করা হলে তাঁর ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়”?