কলকাতা: ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবি ‘রক্তরহস্য’। তার মাস খানেক আগেই সামনে এল ছবির ট্রেলার। ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলার, একেবারে টানটান উত্তেজনা।


সৌকর্য ঘোষাল এই ছবির পরিচালক। অভিনয়ে রয়েছেন কোয়েল মল্লিক ছাড়াও, চন্দন রায় সান্যাল, বাসবদত্ত চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী। ৭ মার্চ ছবির ট্রেলার রিলিজ নিয়ে পরিচালকের ট্যুইট, “অনেকটা ঘাম। অনেকগুলো রাত জাগা। খানিকটা জেদ। একটাই স্বপ্ন, থ্রিলার যেন টানটান হয়! ট্রেলারে খানিকটা আঁচ পাবেন হয়তো। স্বাদ পাবেন সিনেমায়। স্বর্ণজার যুদ্ধের সহযোদ্ধা কিন্তু আজ থেকে আপনারাও।”





এই ছবিতে একজন রেডিও সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। চরিত্রের নাম স্বর্ণজা। ছবির চরিত্র নিয়ে অবিনেত্রী বলেন, “এমন একটা চরিত্র যে নিজের দুঃখ প্রকাশ করে না, কান্না দেখায় না। এই চরিত্র আমার মনের খুব কাছের।”