মুম্বই: ফের শিরোনামে রামগোপাল ভার্মা। তাঁর ট্যুইট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। ট্যুইটের মাধ্যমে বলিউড পরিচালক সম্ভবত বোঝাতে চেয়েছেন, একদিকে মহিলারা মদের দোকানের লাইনে দাঁড়িয়ে, অন্যদিকে তাঁরাই আমার গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলছেন। এই নিয়ে রামগোপালকে কটাক্ষ করেছেন বলিউড গায়িকা সোনা মহাপাত্র।
কেন্দ্রের মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাভেদ আখতার, মালাইকা অরোরা সহ বহু সেলেব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের মতে, এর ফলে, দেশে গার্হস্থ্য হিংসার ঘটনা বৃদ্ধি পাবে। তাঁদের বিশ্বাস, মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত এবার মহিলা ও শিশুদের জন্য বিপজ্জনক প্রমাণিত হবে। কারণ, তাঁরা এখন ঘরের মধ্যে মদে বেসামাল, বেপরোয়া হয়ে ওঠা পুরুষের সামনে অসহায়তা ও নিরাপত্তাহীনতায় ভুগবেন।
কিন্তু, রামগোপাল এই তত্ত্বে সহমত নন। তিনি একটি ছবি শেয়ার করেন মাইক্রো-ব্লগিং সাইটে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা মদের দোকানে লাইনে দাঁড়িয়ে। সোমবার ওই ছবি পোস্ট করে ভার্মা লেখেন, দেখুন মদের দোকানের লাইনে কারা দাঁড়িয়ে। মাতাল পুরুষদের থেকে মহিলাদের রক্ষা করার জন্য এত কিছু!
রামগোপালের এই দৃষ্টিভঙ্গি ভাল চোখে নেননি সোনা । তিনি জবাব দেন--
অন্যরাও ভার্মার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। একজন লেখেন, এই এল এক নারীবিদ্বেষী। তাহলে, যদি কোনও মহিলা মদ্যপান করেন, তাঁকে হয়রান করা যায়! আরেকজন লেখেন,
তবে, পরে সোনার ট্যুইটে জবাব দিয়েছেন আরজিভি। লিখেছেন,