মদের লাইনে মহিলারা! কটাক্ষ রামগোপাল ভার্মার, পাল্টা তোপ সোনা মহাপাত্রর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 01 Jan 1970 05:30 AM (IST)

কেন্দ্রের মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাভেদ আখতার, মালাইকা অরোরা সহ বহু সেলেব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

NEXT PREV

মুম্বই: ফের শিরোনামে রামগোপাল ভার্মা। তাঁর ট্যুইট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। ট্যুইটের মাধ্যমে বলিউড পরিচালক সম্ভবত বোঝাতে চেয়েছেনএকদিকে মহিলারা মদের দোকানের লাইনে দাঁড়িয়ে, অন্যদিকে তাঁরাই আমার গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলছেন। এই নিয়ে রামগোপালকে কটাক্ষ করেছেন বলিউড গায়িকা সোনা মহাপাত্র।


কেন্দ্রের মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাভেদ আখতার, মালাইকা অরোরা সহ বহু সেলেব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের মতে, এর ফলে, দেশে গার্হস্থ্য হিংসার ঘটনা বৃদ্ধি পাবে। তাঁদের বিশ্বাস, মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত এবার মহিলা ও শিশুদের জন্য বিপজ্জনক প্রমাণিত হবে।  কারণতাঁরা এখন ঘরের মধ্যে মদে বেসামাল, বেপরোয়া হয়ে ওঠা পুরুষের সামনে অসহায়তা ও নিরাপত্তাহীনতায় ভুগবেন।


কিন্তু, রামগোপাল এই তত্ত্বে সহমত নন। তিনি একটি ছবি শেয়ার করেন মাইক্রো-ব্লগিং সাইটে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা মদের দোকানে লাইনে দাঁড়িয়ে। সোমবার ওই ছবি পোস্ট করে ভার্মা লেখেন, দেখুন মদের দোকানের লাইনে কারা দাঁড়িয়ে। মাতাল পুরুষদের থেকে মহিলাদের রক্ষা করার জন্য এত কিছু!






রামগোপালের এই দৃষ্টিভঙ্গি ভাল চোখে নেননি সোনা । তিনি জবাব দেন--


"প্রিয় আরজিভি, সময় এসেছে আপনার এমন লোকদের লাইনে দাঁড়ানোর, যাদের সত্যিকারের শিক্ষার খুব প্রয়োজন। সেই শিক্ষা যা আপনাকে বোঝাবে যে, আপনার এই টুইটটি কেন যৌনতা এবং দিকভ্রষ্ট নৈতিকতার কথা বলে। ছেলেদের মতোই মদ কেনার, খাওয়ার অধিকার মহিলাদের রয়েছে। কিন্তু কারও মাতাল ও হিংস্র হওয়ার অধিকার নেই।"-






অন্যরাও ভার্মার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। একজন লেখেন, এই এল এক নারীবিদ্বেষী। তাহলেযদি কোনও মহিলা মদ্যপান করেন,  তাঁকে হয়রান করা যায়! আরেকজন লেখেন,


আপনি কি পরামর্শ দিচ্ছেন, যেসব মহিলা মদ্যপান করেন, তাঁরা কখনও পুরুষদের কাছ থেকে কোনওপ্রকার নির্যাতনের শিকার হলে অভিযোগ করবেন না, তাই তো? এমন অসুস্থ ঘৃণ্য যুক্তি কেবল কোনও একজন নিরাপত্তাহীন লোকের কাছ থেকেই আসতে পারে। -






তবে, পরে সোনার ট্যুইটে জবাব দিয়েছেন আরজিভি। লিখেছেন,


আরে আমার মনে হয় আপনি এই টুইটটির পিছনে উদ্দেশ্যটি ভুল বুঝেছেন .. আমি বিচার করার মানুষ নই। আমি এমন নেতাদের জন্য বোঝাতে চেয়েছিলাম যাঁদের ধারনা যে, কেবল পুরুষরা মদ পান করে এবং সেই অবস্থায় মহিলাদের সাথে দুর্ব্যবহার করে।-




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.