পটনা: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা ঘটনায় বলিউডের বিরুদ্ধে ক্ষোভের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বলিউডের তথাকথিত বড়-বড় মাথাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন চলছে। সুশান্তের জন্য বিচারের দাবিতে একদিকে রাস্তায় যেমন মিছিল করেছেন মানুষ, তেমনই অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন।


তরুণ অভিনেতার আত্মহত্যা মেনে নিতে পারছেন না দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। অনেকেই বলিউডের "নেপোটিজম"-এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকে আবার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তও পর্যন্ত দাবি করেছেন। যেমন, বিহারের জনশক্তি পার্টির জাতীয় সভাপতি চিরাগ পাসোয়ান। সুশান্তের আত্মহত্যার ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে।


ফোনে উদ্ধবকে চিরাগ বলেছেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্য চলতে থাকা স্বজনপোষণের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এই নিয়ে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও কথা বলেছেন। সূত্রের খবর, উদ্ধব চিরাগকে আশ্বস্ত করেছেন যে, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। কেউ দোষী প্রমাণিত হলে, কঠোর শাস্তি দেওয়া হবে।


এদিকে, সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মনোজ জানান, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অনুরোধ করবেন, যাতে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিজেপি নেতার মতে, কোন পরিস্থিতিতে ওই তরুণ অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা খুঁজে বের করা প্রয়োজন।


একইভাবে প্রয়াত বলিউড অভিনেতার আত্মহত্যার নেপথ্য কারণ জানতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন জন অধিকার পার্টির জাতীয় সভাপতি পাপ্পু যাদব-ও। তিনি যোগ করেন, সরকার এই মর্মে দ্রুত সিদ্ধান্ত না নিলে তিনি পটনা হাইকোর্টের দ্বারস্থ হবেন।