কলকাতা: স্টুডিওপাড়া ফের সরগরম হবে ১০ জুন থেকে। বুধবার থেকেই শুরু হয়ে যাবে সিনেমা-সিরিয়াল-ওয়েব সিরিজের শ্যুটিং। স্টুডিও পাড়ায় জোরকদমে চলছে স্যানিটাইজেশন। এই পদক্ষেপ নিতেই হত, মত অভিনেতা-প্রযোজক দেবের।


তাঁর কথায়, “পৃথিবীতে কোনও সরকারের পক্ষেই টানা ৫ মাস লকডাউন করে রাখা সম্ভব নয়। শুধু আমাদের ইন্ডাস্ট্রিই নয়। অনেকের কাছেই সংসার চালানোর মতো টাকা নেই। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র সরকারের নিয়মবিধি মেনেই কাজ শুরু হোক। তবে মাথায় রাখতে হবে কাজ করেত গিয়ে যেন করোনা না হয়।” পরিবর্তিত পরিস্থিতিতে বাড়তি সতর্কতা মেনেই সবাইকে এগিয়ে চলতে হবে, এমনটাই মনে করেন দেব।


টানা ৮৩ দিন শ্যুটিং বন্ধ রেখে ঘরে বসে থাকার পর অবশেষে শ্যুটিং ফ্লোরে ফেরা। এই দিনটিরই অপেক্ষায় রয়েছেন বাংলা টেলিভিশন দুনিয়ার তারকারা। তবে করোনা সঙ্কটের আবহে এখন পরিবর্তিত পরিস্থিতিতে শ্যুটিংও হবে নতুন নিয়মে। মেনে চলতে হবে বেশ কিছু বিধি-নিষেধ। তবে শ্যুটিং তো শুরু হচ্ছে। এটাই সবচেয়ে বড়কথা। শিল্পীদেরও যে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে, এবার সেই সঙ্কটের মেঘ কাটার অপেক্ষা।


শ্যুটিং শুরুর খবর পেয়ে অভিনেত্রী সোনালি চৌধুরি খুবই আনন্দে রয়েছেন। তবে তিনি জানেন, এবার শ্যুটিং করতে হবে অত্যন্ত সতর্ক ভাবে। ‘অগ্নিপরীক্ষা’, ‘এক আকাশের নীচে’-র মতো জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী বলছেন, “আবার আমি লাইটস, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলো শুনতে পাব। এটা ভেবেই আনন্দ হচ্ছে। তবে উচ্ছ্বাস কমাতে হবে। যে পরিস্থিতিতে কাজ করতে চলেছি, এর আগে আমাদের কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।”


শ্যুটিং শুরুর খবর পেয়েই ফ্লোরে ফেরার অপেক্ষায় দিনগোনা শুরু করে দিয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়ও। জনপ্রিয় ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর অভিনেতা বলছেন “রাজ্য সরকারের নিয়ম বিধি মেনেই কাজে ফিরব। স্টুডিওতে ধূমপান করা যাবে না। এমনকি সতীর্থদেরও উল্লাসে জড়িয়ে ধরব না।”