মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে 'অসংবেদনশীল' মন্তব্যের জন্য বিতর্কে চলচ্চিত্র সমলোচক অনুপমা চোপড়া। ট্যুইটারে, প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে বলিউডে স্বজনপোষণকে সমর্থন করারও অভিযোগ তোলা হয় কঙ্গনা রানাউতের তরফে।


গত ১৪ তারিখ, মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর মৃত্যুর ফলে, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বিহ্বল হয়ে পড়ে। সুশান্তের মৃত্যুতে বলিউডের নিষ্ঠুর ও ক্ষমাহীন প্রকৃতির রূপটা প্রকট হয়ে ওঠে।


চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া একটি পোস্ট নিজের ট্যুইটারে শেয়ার করে লেখেন, "রাজপুত নিঃশব্দে চলে যাওয়া বেছে নিল..."।





এই পোস্টে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে টিম কঙ্গনা রানাউতের তরফে বলা হয়, আপনি ও রাজীব মসন্দ সর্বদা স্বজনপোষণ মাফিয়াদের সমর্থনে ঝাঁপিয়ে পড়েন। একইসঙ্গে আপনারা দুজনই বহিরাগতদের শেষ করতে তৎপর থাকেন। ফলে, আপনার থেকে কোনও জ্ঞান শুনতে চাই না।





অন্যরা লেখেন....