মুম্বই: এবার করোনা আক্রান্ত হলেন মৃত বলিউড সুরকার ওয়াজিদ খানের মা রাজিনা।
গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের সুরকার ওয়াজিদ খান। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছে, তাঁর কিডনির সমস্যা ছিল।
সূত্রের খবর, রাজিনার সংক্রমণ ওয়াজিদের আগেই হয়েছিল। পরে, কোভিড-১৯ সংক্রমিত হন আগে থেকে কিডনি ও গলার সংক্রমণে ভুগতে থাকা ওয়াজিদ।
ওই সূত্রের দাবি, কিছুদিন আগে, কিডনির সমস্যা নিয়ে মুম্বইয়ের সুরানা শেঠিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়াজিদ। অসুস্থ ছেলের সেবা করার জন্য সেখানেই ছিলেন মা রাজিনা।
দাবি, সেখানেই অন্য রোগীদের থেকে সম্ভবত রাজিনার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে তাঁর মাধ্যমে পজিটিভ হয়েছিলেন ওয়াজিদ। বর্তমানে, রাজিনা ভাল আছেন। তাঁর অবস্থার উন্নতি হয়েছে।