মুম্বই: লকডাউনে বাড়ি ফেরার জন্য আকুল অনেকেই। কারও সামর্থ্য নেই। কারও নেই উপায়। এইসব নিরুপায় মানুষদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা সোনু সুদ। কিন্তু যাঁদের কোথাও যাওয়ার নেই?
এমনই এক বৃদ্ধার পাশে দাঁড়ালোন অভিনেতা সোনু সুদ। পরিযায়ীদের ঘরে ফেরাতে সম্প্রতি কি না করেছেন সোনু। বাসে চড়িয়ে ঘরে ফিরিয়েছেন হাজার-হাজার পরিযায়ীকে। কেরল থেকে চাটার্ড প্লেনের ব্যবস্থা করেছেন পরিযায়ী শ্রমিকদের জন্য। এবার এই বৃদ্ধার পাশেও দাঁড়ালেন সোনু।
পরিবারের কেউ তাঁকে দেখে না। দিন কাটে রাস্তাতেই। এই পরিস্থিতিতে খাবারও জুটছে না দুই বেলা। ৭০ বছরের এই মহিলাকে ছেলে রীতিমতো মারধর করে বাড়ি ছাড়া করেছেন বলে অভিযোগ। এখন তাঁর ঠিকানা মুম্বইয়ের রেলওয়ে স্টেশন। কোথায় যাবেন তিনি?
এখন ভরসা দিল্লিবাসী আরেক ছেলে। সেখানে যদি মেলে আশ্রয়!
বৃদ্ধার দুরবস্থার কথা জানিয়ে সোনুকে ট্যুইটে ট্যাগ করেন এক মহিলা। আশা ছিল সোনু সাহায্য করবেন। আশাহত করেননি। এই বৃদ্ধাকেও ছেলের কাছে যেতে সাহায্য করবেন, জানিয়েছেন বলিউড অভিনেতা।