‘কাবিল’-এর রিমেক হলিউডে, অভিনয় করতে পারেন হৃত্বিকও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2017 03:42 PM (IST)
মুম্বই: হলিউডে তৈরি হবে হৃত্বিক রোশন-ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ ছবির রিমেক। প্রসঙ্গত, এই প্রথম কোনও হিন্দি ছবির অফিসিয়াল রিমেক তৈরি করা হবে হলিউডে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো হৃত্বিক রোশনকেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে। তবে হৃত্বিকের এই ছবি বক্স অফিসে মাঝামাঝি একটা প্রতিক্রিয়া পেয়েছিল। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা পেয়েই চলেছে এই ছবি। সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এই ছবির সত্ত্ব কেনার জন্যে হৃত্বিকের সঙ্গে দেখা করেন। এবং অবশেষে তাঁদের চুক্তি চূড়ান্ত হয়েছে। ছবিটির রিমেক হচ্ছে হলিউডে। তবে এইমুহূর্তে পুরো বিষয়টিই প্রাথমিক পর্যায় রয়েছে। এছাড়া একটি অনলাইনে পোলে ২০১৭ সালে ছবির প্রথমাংশটি দারুন হওয়ার জন্যে সেরার স্বীকৃতি পেয়েছে ‘কাবিল’। আইফার জন্যে নিউইয়র্ক যাওয়ার আগে, টমাসের থেকে কল পেয়ে কার্যত চমকে যান হৃত্বিক। টমাসের কথায়, ছবিতে বিনোদনের সমস্ত রসদ রয়েছে এবং হলিউডি ছবি হওয়ার জন্যে একেবারেই নিখুঁত। নিউইয়র্ক থেকে ফিরে এসে এপ্রসঙ্গে বাবা রাকেশ রোশনের সঙ্গে কথা বলবেন হৃত্বিক।