নয়াদিল্লি: ২০২২ সালের অন্যতম জনপ্রিয় দক্ষিণী ছবি 'কান্তারা' (Kantara)। বক্স অফিস দাপিয়ে বেরিয়েছে সেই ছবি। অল্প বাজেটের ছবি প্যান-ইন্ডিয়া (pan India) দর্শককে মোহিত করেছে। সব ভাষা মিলিয়ে এই ছবি প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে। এবার শোনা যাচ্ছে ছবির দ্বিতীয় পর্ব (Kantara 2) আসতে চলেছে।
'কান্তারা ২' আসছে?
'কান্তারা' তৈরিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকা। তবে এই ছবি প্রত্যেক ভাষা মিলিয়ে ৪০০ কোটি টাকা আয় করে। ব্লকবাস্টার হিট করে এই ছবি। ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত এই ছবি সকলের থেকে প্রশংসা পেয়েছে। কিংবদন্তি অভিনেতা কমল হসান এই ছবির সঙ্গে মালয়লম ক্লাসিক 'নির্মালয়ম'-এর তুলনা টানেন। পরিচালক হিসেবে ভূয়সী প্রশংসা পান ঋষভ। এবং বলাই বাহুল্য ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে পরিচালকের।
তবে এখানে একটি মজার বিষয় রয়েছে। শোনা যাচ্ছে, 'কান্তারা ২' হবে প্রথম ছবির 'প্রিক্যুয়েল'। অর্থাৎ 'কান্তারা'র গল্পের শুরু হবে 'কান্তারা ২'-এর গল্পের শেষের পর। একই প্রেক্ষাপট অর্থাৎ দক্ষিণ কর্ণাটকের প্রেক্ষাপটে একেবারে অন্য একটি গল্প হবে সেই ছবির।
এক সাক্ষাৎকারে ছবির নির্মাতাদের তরফে জানানো হয়, ঋষভ এখন গল্পটি লিখছেন এবং ছবিটি নিয়ে গবেষণা করতে দুই মাস ধরে তাঁর লেখক সঙ্গীদের নিয়ে উপকূলীয় কর্ণাটকের জঙ্গলে রয়েছেন। জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হতে পারে জুন মাসে, কারণ ছবির একাংশে বর্ষাকালের প্রয়োজন রয়েছে। সব ঠিক থাকলে, সামনের বছর এপ্রিল বা মে মাসে ছবির মুক্তি হবে।
আরও পড়ুন: Sushant Singh Rajput: 'সুশান্ত সিংহ রাজপুত মাত্র ২ ঘণ্টা ঘুমোতেন,' জানিয়েছিলেন তাঁর সহ-অভিনেত্রী
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত 'কান্তারা' ছবির দক্ষিণ ভারতীয় ভাষাগুলির ভারতীয় ও কিছু আন্তর্জাতিক স্বত্ত্ব কিনেছে প্রাইম ভিডিও। এছাড়া ছবির ইংরেজি ও হিন্দি সংস্করণের স্বত্ত্ব কিনেছে নেটফ্লিক্সের। উপকূলীয় কর্ণাটকের ঐতিহ্যবাহী লোককথা নিয়ে তৈরি এই ছবি।