বার্সেলোনা: বার্সালোনা তথা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুলব্যাক হিসাবে বিবেচিত হন দানি আলভেস (Dani Alves)। তবে সেই আলভেসকেই শুক্রবার বার্সেলোনার পুলিশ গ্রেফতার করল। ডিসেম্বর মাসে বার্সেলোনার নাইট ক্লাবে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগে ব্রাজিলিয়ান তারকাকে পুলিশ গ্রেফতার করেছে। 


গ্রেফতার আলভেস


কাতালুনিয়ার পুলিশ এক মুখপাত্র জানান আলভাসকে বার্সেলোনার এক পুলিশ স্টেশনে ডাকা এবং সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর এক বিচারপতি আলভেসকে এই বিষয়ে প্রশ্ন করবেন। পুলিশের তরফে জানানো হয় ২ জানুয়ারি এক মহিলা আলভেসের বিরুদ্ধে তাঁকে অযাচিতভাবে স্পর্শ করার অভিযোগ করেন। স্পেনের একাধিক মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার এক জনপ্রিয় নাইট ক্লাবে ৩০-৩১ ডিসেম্বর নাগাদ রাতের বেলায় এই ঘটনাটি ঘটে। দানি আলভেস উক্ত দিনে ওই নাইটক্লাবে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও, তিনি দাবি করেন অভিযোগ জানানো ওই মহিলাকে তিনি চেনেনই না।


দানি আলভেস জানান, 'আমি ওই সময় ওইখানে ছিলাম এবং আমরা সঙ্গে আরও লোকজন ওই রাতে ছিল। আমি নাচ করতে যে কতটা ভালবাসি তা সবাই জানে। কিন্তু কখনই অপরের ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করি না।' আলভেস ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন। বিশ্বকাপ শেষে ৩৯ বছর বয়সি তারকা নতুন বছরের আগে বার্সেলোনাতে ছুটি কাটাচ্ছিলেন। 


জুভেন্তাসের শাস্তি


বিরাট শাস্তি পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন দল জুভেন্তাস (Juventus)। আর্থিক বেনিয়মের দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নদের কঠোর শাস্তি দিল। ১৫ লিগ (Serie A) পয়েন্ট কাটা গেল জুভের। এর ফলে এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বর স্থান থেকে ১০ নম্বরে যেতে হল জুভেন্তাসকে। পাশাপাশি তৎকালীন জুভেন্তাসেরর মুখ্য ফুটবল আধিকারিক তথা বর্তমান টটেহন্যাম হটস্পার ডিরেক্টর ফ্য়াবিও পারাটিসিকেও ইতালিতে ফুটবল সংক্রান্ত সমস্ত কার্যকলাপ থেকে ৩০ মাসের জন্য নির্বাসিতও করা হয়। তাঁকে উয়েফা এবং ফিফার বিভিন্ন কার্যকলাপ থেকেও নির্বাসিত করার দাবি জানানো হয়েছে।


প্যারাটিসির পাশাপাশি প্রাক্তন জুভে চেয়ারম্য়ান আন্দ্রেয়া অ্যাগনেলিকেও ইতালিয়ান ফুটবল থেকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। সহ-সভাপতি ও প্রাক্তন ব্যালন ডি'অর বিজেতা পাভেল নেদভেদকে আট মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। জুভের তরফে স্বাভাবিকভাবেই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্লাবের তরফে ইঙ্গিত করা হয় যে লিখিতভাবে তাঁরা এই নির্বাসনের কারণ জানতে আগ্রহী এবং এর বিরুদ্ধে ক্লাবের তরফে কোর্টে আপিলও করা হবে। এই ঘটনায় নির্বাসিত হওয়া সমস্ত আধিকারিকরাই ইতালিয়ান অলিম্পিক্স কমিটির কাছে আবেদন জানাতে পারবেন।


আরও পড়ুন: কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গঠিত হল সাত সদস্যের কমিটি