কলকাতা: প্রেমিকার সঙ্গে সম্পর্কে চিড় সঙ্গীতশিল্পী হানি সিং (Honey Singh)-এর? তাঁর ও টিনা থাড়ানি (Tina Thadani)-র প্রেম বলিপাড়ায় বেশ চর্চিত ছিল। কিন্তু সেই সম্পর্কে নাকি চিড় ধরেছে। অন্যদিকে নুসরত ভারুচার (Nusrat Bharucha)-র সঙ্গে হাতে হাত রেখে ফ্রেমবন্দি হয়েছেন হানি। বলিপাড়ায় ফের ত্রিকোণ প্রেমের সমীকরণ?
একসঙ্গে একটি অ্যালবামে কাজ করছিলেন টিনা ও হানি। কিন্তু সূত্রের খবর, ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদের কারণে সেই অ্যালবামের কাজ বন্ধ করে দিতে হয় হানিকে। এই খবর সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন হানি। অন্যদিকে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি টিনা। তবে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন টিনা ও হানি। এমনকি একে অপরের সঙ্গের সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন তাঁরা।
একটি সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ভিন্ন ভিন্ন জিনিস চান তাঁরা। আর তাই এই বিচ্ছেদের সিদ্ধান্ত। এখন আপাতত দুজনেই নিজের কাজে মন দিয়েছেন। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদা কাজ করছেন তাঁরা। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিক তারকাদের সঙ্গে নাম জড়িয়েছে হানির। ২০২২ সালে শালিনী তলওয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হানির। ২০১১ সালে বিয়ে করেছিলেন তিনি। এরপরেই টিনার সঙ্গে সম্পর্কে জড়ান হানি।
একটি সাক্ষাৎকারে হানি সিং খোলাখুলি বলেছিলেন, 'আমি সেই সময়ে টিনার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলাম। দুজনের রসায়ন নিয়ে একটি অ্যালবামও বানিয়েছিলাম আমি। কিন্তু আমাদের সেই সমীকরণটা কাজ করল না। ফলে অ্যালবামের কাজটা থেকে আমায় পিছিয়ে আসতে হয়।' অথচ এই হানিই একটি সাক্ষাৎকারে এসেছিলেন টিনাকে নিয়ে। খুনসুটি করে তিনি সেখানে বলেওছিলেন, 'এই যে আমার প্রেমিকা টিনা, আমার পাশে বসে রয়েছে। ও আমায় নতুন নাম দিয়েছে। হানি 3.0।'
হানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী শালিনী। ১ কোটি টাকার বিনিময়ে বিচ্ছেদ হয়েছিল তাঁদের। ১ কোটি টাকা নিয়ে শালিনী বিচ্ছেদে রাজি হয়েছিলেন। হানির জীবনে সেই সম্পর্ক এখন অতীত। তবে হানি একাধিকবার বলেছিলেন, এই ঘটনার পরে অবসাদে চলে গিয়েছিলেন তিনি। সেই পরিস্থিতি কাটিয়ে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছেন হানি।
তবে হানি ও টিনার বিচ্ছেদের পিছনে কী নুসরত ভারুচার উপস্থিতি অন্যতম কারণ? এ নিয়ে অবশ্য কেউই মুখ খোলেননি। উত্তর দেবে সময়।