Tax On Gold Assets: এক ধাক্কায় সাম্প্রতিক সময়ে অনেকটাই বেড়ে গিয়েছে সোনার দাম। আপনি যদি ২০ বছর আগের অক্ষয় তৃতীয়া থেকে চলতি বছরের অক্ষয় তৃতীয়া পর্যন্ত সোনার দামের মূল্যায়ন করেন, তবে তা ১০০০ শতাংশ বেড়ে গিয়েছে। মনে রাখবেন, লাভে সোনা বিক্রি করলে দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর কর দিতে হয়। যদিও এই কর থেকে নিজেকে বাঁচাতে পারেন আপনি। সেই ক্ষেত্রে সোনার জিনিস বিক্রির ওপর লং টার্ম ক্যাপিটাল গেইনস (LTCG) এর মুনাফায় ছাড় পাবেন গ্রাহক। আয়করের 54F ধারার অধীনে এই ছাড় পাওয়া যায়। জেনে নিন, কীভাবে পাবেন এই সুবিধা।
Tax Deduction: সোনার বিক্রির ওপর কী কর দিতে হয় ?
আপনি যদি ৩৬ মাসেরও বেশি সময়ের জন্য সোনার জিনিস রাখেন তবে আপনাকে এটি বিক্রি করে লাভের উপর দীর্ঘমেয়াদি মূলধনী লাভ (LTCG) কর দিতে হবে। কিন্তু বিনিয়োগকারী যদি কেনার ৩৬ মাসের মধ্যে সোনার সম্পদ বিক্রি করে, তাহলে স্বল্পমেয়াদি মূলধন লাভ হয় তাঁর। সোনার ওপর দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর 'ইনডেক্সেশন বেনিফিট' সহ ২০ শতাংশ। ৩ বছরের মধ্যে এই সোনা বিক্রি করলে স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া গেলেও তা বিক্রির লাভ ব্যক্তির আয়ের সঙ্গে যোগ করা হয়। পাশপাাশি সেই ব্যক্তি যে ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে সেই অনুযায়ী কর ধার্য করা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি ৩০ শতাংশ ট্যাক্স স্ল্যাবে পড়ে, তাহলে সোনার ক্রয়মূল্য ও বিক্রিত মূল্যের মধ্যে পার্থক্য হারে ৩০ শতাংশ দিতে হবে তাঁকে।
Gold Assets: 54F ধারায় কী ছাড় ?
আয়করের 54F ধারার আওতায় আপনি বাড়ির সম্পত্তি ছাড়া শেয়ার, সোনা, বন্ড বিক্রির উপর দীর্ঘমেয়াদি মূলধন লাভের উপর কর ছাড় পেতে পারেন। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। আপনি যদি সোনা বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে একটি বাড়ির সম্পত্তি কিনে থাকেন বা বাড়ি নির্মাণে ব্যয় করেন, তাহলে আপনি সোনা বিক্রির লাভের উপর আয়করের 54Fধারার আওতায় কর ছাড় পেতে পারেন।
Tax On Gold Assets: সোনা বিক্রি থেকে লাভের উপর ট্যাক্স এড়াতে কী করবেন ?
1. সোনা বিক্রি করার এক থেকে দুই বছরের মধ্যে আপনাকে নতুন আবাসিক সম্পত্তি কিনতে হবে।
2. সোনা বিক্রি থেকে আয়ের তিন বছরের মধ্যে আপনাকে একটি নতুন আবাসিক সম্পত্তি তৈরি করতে হবে।
3. সোনার সম্পত্তি বিক্রি করে লাভ করা দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর এড়ানো যেতে পারে। যদি তা NHAI, REC এর বন্ডে বিনিয়োগ করা হয়। তবে এর জন্য আপনাকে সোনার সম্পদ বিক্রির ছয় মাসের মধ্যে এই বন্ডগুলিতে বিনিয়োগ করতে হবে। 54 ইসি বন্ডে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল ৫০,০০,০০০ টাকা৷
4. আপনি যদি ধরে নেন যে আপনি আপনার আয়কর রিটার্ন দাখিল করার তারিখের আগে একটি বাড়ি কেনা বা নির্মাণের জন্য সম্পূর্ণ অর্থ ব্যয় করতে সক্ষম নন, তাহলে আপনি যে কোনও সরকারি ব্যাঙ্কের মূলধন লাভ অ্যাকাউন্টে সোনা বিক্রি থেকে অর্থ জমা করতে পারেন। চাইলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন আবাসিক সম্পত্তি কিনতে বা নির্মাণ করতে পারেন।
আরও পড়ুন : 7th Pay Commission: ডিএ বাড়ানোর পর এবার বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার! ফের বেতন বাড়বে ?