নয়াদিল্লি: তাঁর মেয়ের সম্মানহানি করছেন রাখি। এই অভিযোগে অভিনেত্রী রাখি সাবন্তকে আইনি নোটিশ পাঠিয়েছেন রাম রহিম খ্যাত হানিপ্রীত ইনসানের মা আশা তানেজা। মেয়ের মানহানির জন্য রাখির ক্ষমাপ্রার্থনার দাবি করেছেন তিনি।

রাখি অভিযোগ করেছিলেন, তিনি ডেরা সাচা সৌদা প্রধান রাম রহিমের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু রাম রহিমের ‘দত্তক কন্যা’ হানিপ্রীতের এই সম্পর্ক পছন্দ ছিল না। তিনি নাকি এমনও ভয় পেতেন, রাম রহিমকে বিয়ে করে ফেলবেন রাখি, হয়ে যাবেন তাঁর সতীন।

আশা তানেজা বলেছেন, ৩০ দিনের মধ্যে রাখিকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে অথবা হানিপ্রীতের সম্মানহানির জন্য দিতে হবে ৫ কোটি টাকা।

রাখি এখন আবার একটি বায়োপিকে জেলবন্দি হানিপ্রীত ইনসানের চরিত্র করতে চলেছেন।

২ ভক্ত মহিলাকে ধর্ষণের দায়ে ২৫ অগাস্ট থেকে জেলে রয়েছেন ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। ২০ বছরের জেল হয়েছে তাঁর, ৩০ লাখ টাকার ওপর জরিমানা হয়েছে।