দেখুন : টাইগার শ্রফ ও আলিয়ার আকর্ষণীয় রসায়ণ, মুক্তি পেল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমার ‘হুক আপ’ গান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2019 08:03 PM (IST)
নির্মাতারা দুজনের এই রসায়ণকে ‘টাইগার+আলিয়া= তালিয়া’ নামে অভিহিত করেছেন।
নয়াদিল্লি: মুক্তি পেল স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ সিনেমার ‘হুক আপ’ সং। এই গানে দেখা গিয়েছে টাইগার শ্রফ ও আলিয়া ভট্টকে। আলিয়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন। সিনেমার সিকোয়েলের মু্ক্তিপ্রাপ্ত গানের ছন্দে দুজনকে পা মেলাতে দেখা গিয়েছে। সিনেমা নির্মাতা কর্ণ জোহর তাঁর ট্যুইটার হ্যান্ডেলে গানটি শেয়ার করেছেন। গানের দৃশ্যে বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে আলিয়া ও টাইগারকে। নির্মাতারা দুজনের এই রসায়ণকে ‘টাইগার+আলিয়া= তালিয়া’ নামে অভিহিত করেছেন। নেহা কক্কর ও শেখর রাভিজিয়ানির গাওয়া এই গানের সুর দিয়েছেন বিশাল দাদলানি ও শেখর রাভিজিয়ানি। এর আগে এই সিনেমার দুটি গান ‘দ্য জওয়ানি সং’ এবং ‘মুম্বই দিল্লি দি কুড়িয়াঁ’ মুক্তি পেয়েছিল।