কর্নাটকে ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা, সমস্যা মিটে যাবে, আশায় রজনীকান্ত

Continues below advertisement

চেন্নাই: কর্নাটকে তাঁর আসন্ন ছবি ‘কালা’-র মুক্তির ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা খুব শীঘ্রই মিটে যাবে। আশাপ্রকাশ করলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত।

Continues below advertisement

কাবেরি জলবণ্টন ইস্যুতে রজনীকান্তের মন্তব্যে ক্ষিপ্ত হয়ে তাঁর অভিনীত ‘কালা’-র মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্স। সম্প্রতি, রজনীকান্ত মন্তব্য করেন, যে দলই কর্নাটকে সরকার গঠন করুক না কেন, কাবেরী জলবণ্টন ইস্যুতে তাদের সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর দেওয়া উচিত।

গত সপ্তাহে, তুতিকোরিনে স্টারলাইট বিক্ষোভ-আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে রজনীকান্ত বলেছিলেন, কর্নাটক ফিল্ম চেম্বার হল দক্ষিণ ভারত ফিল্ম চেম্বারের একটা অংশ। ফলে, বৃহত্তর স্বার্থে তারা এই ইস্যু (নিষেধাজ্ঞা)-র সমাধান করবে বলেই আশা।

যদিও, গতকালই কেএফসিসি-র সভাপতি সা রা গোবিন্দ জানিয়ে দেন, কর্নাটকে রজনীকান্তের ছবি মুক্তি পাবে না।

 
Continues below advertisement
Sponsored Links by Taboola