এবার ‘পোল-কসরতের’ ছবি পোস্ট করলেন এই বলিউড অভিনেত্রী
কেরিয়ারের শুরুটা মডেলিং দিয়ে করেন রূহি। তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা। ছবি - ইনস্টাগ্রাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখানে বলে রাখা দরকার, পুরস্কার জয়ী তথ্যচিত্র ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’-এ নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন রূহি। ছবি - ইনস্টাগ্রাম।
‘ক্যালেন্ডার গার্লস’ ছবিতে অভিনয় করা রূহি নিজের হট ও বোল্ড ছবি পোস্ট করার জন্য সর্বদা চর্চায় থাকেন। ছবি - ইনস্টাগ্রাম।
এর আগে, একই ধরনের ছবি পোস্ট করেছিলেন আরেক বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। যা দেখে তাঁর অনুরাগীরা খুশি হন। ছবি - ইনস্টাগ্রাম।
রূহির এই ছবি দেখে আন্দাজ করা যায় যে, তিনি পোলের সাহায্যে উল্টো হয়ে কসরত করছেন। ছবি - ইনস্টাগ্রাম।
আসলে, রূহি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি পোলের মধ্যে উল্টো ঝুলে শরীরকে ভাঁজ করে ফেলেছেন। ছবি - ইনস্টাগ্রাম।
সম্প্রতি, পোল এক্সারসাইজ-এর ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী রূহি সিংহ। রূহির এই বোল্ড ছবি ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। ছবি - ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -