নয়াদিল্লি: আর মোটে কয়েক ঘণ্টা। তবে এইটুকু সময়ই বা কী ভাবে কাটাবেন 'গেম অফ থ্রোনস'-র (Game Of Thrones) ভারতীয় ভক্তরা? 'GOT'-র বহু প্রতীক্ষিত প্রিক্যুয়েল (Prequel) 'হাউস অফ দ্য ড্রাগন'-র (House Of The Dragon) প্রিমিয়ার রবিবারই দেখে ফেলেছেন বিশ্বের একাংশের মানুষ। কিন্তু ভারতীয়দের জন্য ওটিটি প্ল্যাটফর্মে তার প্রিমিয়ার হবে আগামিকাল অর্থাৎ সোমবার। মাঝখানের সময় কাটবে কী ভাবে?


অপেক্ষার প্রহর...
সংখ্যার নিরিখে 'গেম অফ থ্রোনস'-র ভক্তরা অনায়াসে যে কোনও ছোটখাটো দেশের নাগরিকদের ছাপিয়ে যাবেন। রীতিমতো কমিউনিটি রয়েছে তাঁদের। স্বাভাবিক ভাবেই প্রিয় সিরিজের প্রিক্যুয়েল ঘোষণা হওয়া ইস্তক এ নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মধ্যে। রবিবার তার ডিজিটাল প্রিমিয়ার হল। তবে ভারতে আগামিকাল তার প্রিমিয়ার হবে। এর মধ্যে এই প্রিক্যুয়েল নিয়ে বেশ কয়েকটি তথ্যও জানা হয়ে গিয়েছে। কী সেগুলি? একবার রিক্যাপ হয়ে যাক?


যা নিয়ে প্রিক্যুয়েল...
জর্জ আর আর মার্টিনের লেখা 'ফায়ার অ্যান্ড ব্লাড' বইটির উপর ভিত্তি করে এই প্রিক্যুয়েল তৈরি করা হচ্ছে। প্যাডি কনসিডাইন, এমা ডি'আরসি, ম্য়াট স্মিথ, মিলি অ্য়ালকক, অলিভিয়া কুক, স্টিভ তুঁসো, ইভ বেস্ট-সহ একাধিক অভিনেতা থাকছেন এতে। প্রিক্যুয়েলটি পরিচালনায় রয়েছেন মিগুয়েল সাপোচনিক। গল্প? নাহ, না দেখলে সবটা জানতে পারবেন না। তবে 'আয়রন থ্রোন' দখলের লড়াই নিয়েই প্রিক্যুয়েলের মূল প্লট। অবশ্যই ওয়েস্টরসের গল্প। আরও নির্দিষ্ট করে বললে  টারগেরিয়ান বংশের অতীত। আরও একটু খেই ধরাতে গেলে বলতে হয় 'গেম অফ থ্রোনস'-এ ড্রাগন-কুইন হিসেবে যে ড্যানেরিস টারগেরিয়ানকে দেখেছিলেন, এই প্রিক্যুয়েল আসলে তাঁর বংশেরই গল্প। তবে বর্তমান নয়. এই প্রিক্যুয়েল আসলে অতীতের  ওয়েস্টরস ও টারগেরিয়ানদের কথা দেখাবে। তবে রক্তপাত, যৌন উত্তেজক দৃশ্য এবং সবচেয়ে বড় কথা আরও বেশি সংখ্যক ড্রাগন থাকতে পারে এই প্রিক্যুয়েলে। অন্তত তেমনই ইঙ্গিত ট্রেলারে। 


কোথায় দেখা যাবে...
ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন থাকলে আগামিকাল 
'হাউস অফ দ্য ড্রাগন'-র প্রিমিয়ার দেখতে পাবেন ভারতীয়রা। এই প্রিক্যুয়েলের প্রথম সিজনে ১০টি পর্ব থাকছে। সাপ্তাহিক ভিত্তিকে একটি করে পর্ব দেখানো হবে। ২২ আগস্ট থেকে প্রতি সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় নতুন পর্ব সম্প্রচার হবে। 
এবার শুধু ভোরের অপেক্ষা। তার পরই ডান্স অফ দ্য ড্রাগন? 


আরও পড়ুন:"শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলী বিবৃতি দিলীপের", 'সেটিং'-ইস্যুতে খোঁচা কুণালের