তামিল ছবি মেরসালে জিএসটি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সমালোচনা করে যে দৃশ্যগুলি রয়েছে, সে ব্যাপারে আলোচনা করতে গিয়ে জিভিএল নরসিংহ রাও এই মন্তব্য করেন। এত সাহস কী করে হল? তারকাদের ‘বুদ্ধি কম’ মন্তব্যের জেরে বিজেপি মুখপাত্রকে তিরস্কার ফারহানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2017 09:50 AM (IST)
মুম্বই: এ দেশের বেশিরভাগ চলচ্চিত্র তারকার বুদ্ধিসুদ্ধি অত্যন্ত কম, সাধারণ জ্ঞানও বিশেষ নেই। এক সংবাদ চ্যানেলে এই মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। জবাবে তাঁকে তীব্র ভাষায় তিরস্কার করেছেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। জাভেদ আখতার পুত্রের টুইট, হাউ ডেয়ার ইউ, স্যার? নরসিংহ রাওকে ট্যাগ করে অভিনেতাদের তিনি বলেছেন, আপনাদের সম্পর্কে এ কথা ভাবেন ইনি। লজ্জা। দেখুন তাঁর টুইট