কলকাতা: চলতি বছর ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে দেব, মমতা শঙ্কর (Mamata Shankar), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumatrisha Kundoo) অভিনীত ছবি 'প্রধান' (Pradhan)। তাই ছবি নিয়ে দর্শকের মধ্য়ে উন্মাদনা রয়েছে তুঙ্গে। দীর্ঘ সময় উত্তরবঙ্গে (North Bengal) শ্য়ুটিং-এর পর ছবির টিম শ্য়ুটিং শুরু করেছে কলকাতায় (Kolkata)। আর শ্য়ুটিং ফ্লোরেই চলছে দেদার হাসি-ঠাট্টা।


পরাণ বন্দ্য়োপাধ্য়ায় ও মমতা শঙ্করের সঙ্গে কাজের প্রসঙ্গে দেব বললেন, 'মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায় দুজনের সঙ্গেই আগে কাজ করেছি। ফলে অনস্ক্রিন রসায়ন খুবই ভাল। আর এই ছবিতে আমি সিনিয়র সিটিজেন। ওঁরা ইয়াং জেনারেশান। তবে কাজের বাইরে গিয়েও মানুষ হিসেবে ওঁরা আমার কাছের ভালবাসার। আর ওঁরা না থাকলে এই ছবিটা সম্ভব হত না।'


আরও পড়ুন...


নিষিদ্ধ বিষ আর সাপ নিয়ে পার্টি করায় গ্রেফতার! 'ভুয়ো খবর' বলে জল্পনা ওড়ালেন ইউটিউবার


মমতা শঙ্করের কথায়, ' প্রজাপতি ছবিরটির পর থেকে দেবকে আমার ছেলের মত মনে হয়, ওকে যতবার আশীর্বাদ করি সেই আশীর্বাদটা যেন মন থেকে আসে।' কথায় কথায় উঠে এল অন্য় প্রসঙ্গও। শ্য়ুটিং-এর বাইরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মমতা শঙ্কর বলেন, 'এই ছবিতে শ্য়ুটিং-এ যে হোটেলে ছিলাম সেখানকার ফ্রাইড আইসক্রিমটা ভীষণ ভাল ছিল।'


পাশাপাশি পরাণ বন্দ্য়োপাধ্য়ায় দেব প্রসঙ্গে বলেন, 'দেব সারাক্ষণ হাসি-ঠাট্টা নিয়ে থাকলেও দেব আসলে খুব যত্নশীল মানুষ। ওর সঙ্গে টনিক ছবির পর থেকেই খুব ভাল বন্ডিং। ফলে এখানেও খুব স্বাচ্ছন্দ্য় বোধ করেছি।'


দর্শক জানবেন, এই ছবিতে দেবের নাম দীপক প্রধান। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। কিছুদিন আগে দেব পোস্ট করেছিলেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যায় একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয়েছিল 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial