মুম্বই : সদ্য মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের ছবি 'চেহরে'। জানা যাচ্ছে, রুমি জাফরি পরিচালিত এই ছবিতে অভিনয় করার জন্য কোনও পারিশ্রমিকই নেননি বিগ বি। শুধু তাই নয়, ছবির শ্যুটিং বিদেশে হওয়ায়, তাঁর নিজের যাত্রাপথের সমস্ত খরচ নিজেই বহন করেছেন বলিউডের 'শাহেনশাহ'। এই প্রসঙ্গে 'চেহরে' ছবির প্রযোজক আনন্দ পন্ডিত জানিয়েছেন যে, বিগ বি-কে যাতে অতিরিক্ত কর দিতে না হয় তার জন্য ছবির টাইটেল কার্ডে এই অভিনেতার নাম 'ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্স' হিসেবে রাখা হয়েছে।


তবে, 'চেহরে'-ই একমাত্র ছবি নয় যেখানে অভিনয় করার জন্য কোনও পারিশ্রমিক নেননি অমিতাভ বচ্চন। বেশ কিছু বছর আগে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি 'ব্ল্যাক'-এ অভিনয় করেছিলেন বিগ বি। সেই ছবিতে দুর্দান্ত এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। আমরা সকলেই জানি সেই ছবিতে রানি মুখোপাধ্যায় এক বোবা-কালা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অমিতাভ অভিনয় করেছিলেন সেই বোবা-কালা মেয়ের শিক্ষকের ভূমিকায়। 'ব্ল্যাক' ছবিতে অভিনয়ের জন্য়ও কোনও পারিশ্রমিক নেননি অমিতাভ।


২০১৭ সালে 'ব্ল্যাক' ছবির ১২ বছর পূর্তিতে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছিলেন, 'ওর সমস্ত কাজ দেখার পর আমি শুধু সঞ্জয়ের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আর যখন আমার কাছে ওর সঙ্গে কাজ করার সুযোগ আসে, তখন বিনা পারিশ্রমিকেই আমি এই ছবি করি। শুধুমাত্র এমন একটা প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে থাকার জন্য। যা পারিশ্রমিকের থেকে অনেক বেশি পাওনা ছিল।'


অমিতাভ আরও লেখেন, 'আমি যখন প্রিমিয়ারে ছবিটা দেখি, আনন্দে চোখে জল এসে গিয়েছিল। আর সেই ছবি কিনা দর্শকাসনে বসে দেখছেন স্বয়ং দিলীপ কুমার। ছবি শেষ হতেই বাইরে যাই। দেখি দিলীপ কুমার এসে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন আর তাকালেন আমার চোখের দিকে। ওটা আমার জীবনের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।'


প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের সদ্য মুক্তি পাওয়া ছবি 'চেহরে'-তে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়, অনু কপূর।