মায়ের ক্যান্সার হয়েছে শুনে সোনালী বেন্দ্রের ছেলে কী বলেছেন জানেন?
ছুটিতে মায়ের সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটাচ্ছে সোনালীর ছেলে
ছেলের গরমের ছুটি চলছে।
আপাতত সোনালীর বাবার মতো ছেলে রণবীর তাঁকে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছে, কখন কী করা উচিত।
পুরো বিষয়টাই ছেলেকে জানানো হয়েছে।
সেই বারো বছর আগে থেকেই ‘রকবহেলে’র ভাল-মন্দই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই ক্যান্সার হয়েছে মায়ের, একথা ছেলেকে কীভাবে জানানো যায়, সেনিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন সোনালী-গোল্ডি।
সম্প্রতি জানা গিয়েছে কর্কট রোগে আক্রান্ত অভিনেত্রী সোনালী বেন্দ্রে। চিকিৎসা করানোর জন্যে তিনি এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন
ছেলের সঙ্গে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে সোনালী লেখেন আজ থেকে ১২ বছর ১১ মাস ৮ দিন আগে জন্ম নেওয়া ‘রকবহেল’ তাঁর হৃদয় জয় করে নিয়েছে যেদিন সে জন্মেছে।
মূলত ক্যান্সারের সঙ্গে সোনালীর লড়াইয়ে রণবীর (ছেলে)অভিনেত্রীর অন্যতম শক্তির উৎস।
অভিনেত্রীর কথায়, বাচ্চারা সবচেয়ে আগে বুঝতে পারে, কোথাও যদি অস্বাভাবিক কিছু ঘটে। তাই ছেলেকে তাঁরা কেউই অন্ধকারে রাখেননি
তবে মায়ের ক্যান্সার হয়েছে জেনে, সোনালীর ছেলে রণবীরের প্রতিক্রিয়া কি জানেন? ছেলেকে কি আদও এই অসুখে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন সোনালী
সোনালীর এই কঠিন রোগে আক্রান্ত হওয়ার খবর অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।