নয়াদিল্লি: গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রশংসা করলেন সলমন খান, কর্ণ জোহর, বিবেক ওবেরয়, মধুর ভাণ্ডারকরের মতো বলিউড তারকারা। তাঁরা ট্যুইট করে মোদির প্রশংসা করেছেন।






গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁরা ৫০ হাজারেরও বেশি দর্শকের সামনে বক্তব্য পেশ করেন। একে অপরকে প্রশংসায় ভরিয়ে দেন মোদি ও ট্রাম্প। আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের বিষয়ে আশাপ্রকাশ করে মোদি বলেন, ‘অব কি বার ট্রাম্প সরকার’। ট্রাম্পও পাল্টা মোদি সরকারের কাজের তারিফ করেন।