নয়াদিল্লি: ২০১৯ বিশ্বকাপে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় প্যারা স্পেশ্যাল ফোর্সের পরিচয়চিহ্ন উইকেটকিপিং গ্লাভসের উপরে সেঁটে মাঠে নেমেছিলেন। ‘ফ্লাইং ড্যাগার’ বা ‘বলিদান’ প্রতীক চিহ্ন নিয়ে মাঠে নামায় বিতর্ক তৈরি হয়েছিল। আইসিসি-র নিয়ম অনুযায়ী, ওই প্রতীক চিহ্ন নিয়ে তিনি ফের মাঠে নামলে তাঁকে তিরস্কারের মুখে পড়তে হত। কারণ, আইসিসি-র নির্দেশিকা অনুযায়ী, কোনও খেলোয়াড় তাঁর পোশাকে শুধুমাত্র দলের প্রতীকচিহ্ন ছাড়া অন্য কিছু রাখা যাবে না।
বিতর্কের পর বিসিসিআই ধোনিকে ওই ব্যাজ পরতে দেওয়ার জন্য আইসিসি-র কাছে চিঠি লিখেছিল। কিন্তু এতে কোনও কাজ হয়নি। আইসিসি নিজেদের অবস্থানে অনড় থাকে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিসিআই-এর প্রশাসকদের কমিটি (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ওই নিয়ম সম্পর্কে তিনি জানতেন না। আইসিসি-কে বিসিসিআই-এর ওই অনুরোধের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ কথা বলেন।
সিওএ প্রধান বলেছেন, এটা কোনও ইস্যু নয়। ধোনি যা পরেছিল, তা ওর রেজিমেন্টের প্রতীকচিহ্ন নয়। কিন্তু ও কিছু একটা পরেছিল.ওই সময় কোনও খেলোয়াড় তাঁর গ্লাভসে কী রাখতে পারবেন, তা নিয়ে আইসিসি-র নিয়ম রয়েছে, তা জানতাম না। আমি বলেছিলাম, ও যদি তা পরে থাকে, তাহলে ওর পরতে পারে। আমি ওকে সমর্থন করেছিলাম। এরপর আমাকে আইসিসি-র ১১ পাতার নিয়ম দেখানো হয়, যাতে লেখা রয়েছে যে, কোনও খেলেোয়াড় শুধু দলের প্রতীকচিহ্ন ও ম্যানুফ্যাকচারার প্রতীক চিহ্ন রাখতে পারে।সেজন্য ওই আর্জি প্রত্যাহার করতে হয়।
‘আইসিসি-র নিয়ম জানা ছিল না’, ধোনির ব্যাজ বিতর্ক নিয়ে বললেন সিওএ প্রধান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2019 04:06 PM (IST)
২০১৯ বিশ্বকাপে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় প্যারা স্পেশ্যাল ফোর্সের পরিচয়চিহ্ন উইকেটকিপিং গ্লাভসের উপরে সেঁটে মাঠে নেমেছিলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -