দেখুন, বিবাহবার্ষিকীর আগে রণবীরের রূপচর্চার ছবি শেয়ার করলেন দীপিকা
Web Desk, ABP Ananda | 14 Nov 2019 09:21 AM (IST)
নেহাত ঠাট্টা নয়, রণবীরের রূপটান দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গিন্নি দীপিকাই। ছবিতে ফেস-মাস্ক পরিহিত রণবীরকে দেখা যাচ্ছে।
কলকাতা: আজ তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটিকে বিশেষ ভাবে উদযাপন করার জন্য কীভাবে প্রস্তুত হয়েছেন "গাল্লি বয়" জানেন? অ্যানিভার্সারি পালনের জন্য রীতিমতো রূপচর্চা করেছেন রণবীর! নেহাত ঠাট্টা নয়, রণবীরের রূপটান দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গিন্নি দীপিকাই। ছবিতে ফেস-মাস্ক পরিহিত রণবীরকে দেখা যাচ্ছে। তার কিছুক্ষণ পরেই মুম্বই বিমানবন্দরের প্রাইভেট টার্মিনালে দেখা গেছে দুজনকে। প্রথম বিবাহবার্ষিকীতে তিরুপতির মন্দিরে পুজো দেবেন যুগলে। গতবছর ইতালির লেক কোমোতে এইদিনেই চারহাত এক হয় দুই তারকার। তিরুপতিতে পুজো দেওয়ার পর অমৃতসরে স্বর্ণমন্দিরে যাবেন তাঁরা। সঙ্গে থাকবেন পরিবারের লোকজনও।মেঘনা গুলজার পরিচালিত "ছপক"-এ মুখ্য চরিত্রে দীপিকা। শুটিং-এর সময় থেকেই ছবিটি নিয়ে চর্চার অন্ত নেই। অন্যদিকে রণবীরের পাখির চোখ এখন "৮৩"। সেই ছবিতেও রণবীরের অনস্ক্রিন সহধর্মিনী দীপিকাই।