মুম্বই : হৃতিকের সঙ্গে তাঁর ভাঙা সম্পর্ক আর জোড়া লাগা সম্ভব নয়, এমনটাই জানিয়ে দিলেন সুজান খান। সমঝোতার সম্ভাবনা খারিজ করে হৃত্বিকের দুই সন্তানের মা সুজান বলেছেন, প্রাক্তন স্বামীর হাত আর কখনও ধরবেন না। ২০১৪ সালে হৃত্বিকের থেকে আলাদা হয়ে যান তিনি। ইদানীং বলিউড অভিনেত্রী ক্যুইন-স্টার কঙ্গনা রানাউতের সঙ্গে আইনি লড়াই চলছে হৃত্বিকের। সে সময়ই এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই সুজান কি আবার হৃত্বিকের জীবনে ফিরছেন, এমন জল্পনা মাথাচাড়া দেয়। কয়েকদিন আগেই বাচ্চাদের নিয়ে লাঞ্চ ডেটে দেখা যায় হৃত্বিক, সুজানকে। আবার গত সপ্তাহেই সুজান তাঁদের সুখী দাম্পত্যের একটি ছবি ট্যুইট করেছেন। হৃত্বিকের পাশে থাকার বার্তা বহন করেছে সেই ট্যুইট। শুধু তা-ই নয়, ট্যুইটারে সুজান এও বলেন, হৃত্বিক, কঙ্গনার বেশ ঘনিষ্ঠ যে ছবিটি অনলাইনে ফাঁস হয়েছে, সেটি মোটেই সত্যি নয়, ফটোশপের কারিকুরি করে তৈরি করা হয়েছে। লেখেন, ছবি ফটোশপ করা হয়েছে। মিথ্যা গল্পকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ব্যাপারে হৃত্বিককে সমর্থন করছি। তা থেকেই দুজনের সম্পর্ক জোড়া লাগতে পারে বলে মনে করছিলেন যারা, তাদের জল্পনায় জল ঢেলে দিয়েছেন সুজান। ট্যুইটারেই লিখেছেন, সবাইকে অনুরোধ, গুজব-অনুমানে মাতবেন না। কোনওদিনই @হৃত্বিকের সঙ্গে বোঝাপড়া হবে না। তবে আমরা সবসময় ভাল অভিভাবক হয়ে থাকব। # এক নম্বর অগ্রাধিকার।