মুম্বই: একে দুর্গাপুজো তায় নবরাত্রি। ছুটির বাজারে দুর্দান্ত হিট ওয়ার। মুক্তি পাওয়ার তৃতীয় দিনেই ছবিটি রোজগার করেছে ১০০ কোটি টাকা। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে হৃতিক রোশন ও টাইগার শ্রফের এই ছবিটি। অ্যাকশন দৃশ্যও সকলের তারিফ কুড়িয়েছে।

ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, শুক্রবার তৃতীয় দিনে ওয়ার-এর হিন্দি সংস্করণ রোজগার করেছে ২১.৩০ কোটি টাকা। এর তেলুগু ও তামিল সংস্করণ রোজগার করেছে ১.১৫ কোটি টাকা। এর আগে মুক্তির দিন বুধবার ওয়ার-এর ব্যবসা ৫১.৬০ কোটি টাকা, দ্বিতীয়দিন ২৩.১০ কোটি। তেলুগু ও তামিল সংস্করণের প্রথম দিন রোজগার ১.৭৫ কোটি ও দ্বিতীয় দিন ১.২৫ কোটি টাকা।


সব মিলিয়ে এই তিন ভাষায় ওয়ার প্রথম তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে।

ওয়ার যশরাজ ফিল্মসের পঞ্চম ছবি যা মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই ১০০ কোটির অভিজাত ক্লাবে ঢুকে পড়ল। এর আগে ধুম ৩, সুলতান, টাইগার জিন্দা হ্যায় ও ঠগস অফ হিন্দোস্তান এই সাফল্য পেয়েছে।