অ্যারে কলোনিতে গাছ কাটার বিরোধিতায় বেশ কয়েকটি পিটিশন জমা পড়ে বম্বে হাইকোর্টে। সবকটি খারিজ করে দিয়েছে আদালত। এরপর গত রাতেই অ্যারেতে গাছ কাটা শুরু হয়েছে। এ নিয়ে টুইট করে ফারহান আখতার বলেছেন, এভাবে রাতের অন্ধকারে গাছ কাটার কারণ একটাই, যারা কাটছে তারাও জানে এটা ভুল।
শ্রদ্ধা কপূর অ্যারে কলোনির গাছ কাটার প্রতিবাদে মুম্বইয়ের রাস্তায় নেমেছিলেন। দেখুন তাঁর টুইট
দিয়া মির্জা রাষ্ট্র সঙ্ঘের গুডউইল অ্যাম্বাসাডর। তিনি বলেছেন, রাতের অন্ধকারে কাটা হয়েছে ৪০০ গাছ।
রিচা চাঢাও প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে।
দেখুন উর্মিলা মাতণ্ডকরের টুইট।
বহু প্রকৃতি প্রেমিকের দাবি, মেট্রো প্রকল্পের অন্তর্গত ওই কার শেডটি অন্যত্র সরানো হোক। যদিও অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মত তারকা সমর্থন করেছেন এই প্রকল্পকে।