মুম্বই: ২০২৪ সালের বিগ বাজেট (big budget) সিনেমার অন্যতম হৃত্বিক রোশন (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'ফাইটার' (Fighter)। এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে তাকিয়ে সকলে। শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং এবং টিকিট বিক্রিও হচ্ছে বেশ দ্রুত গতিতে। তারই আগে শোনা গেল সেন্সর বোর্ডের (Sensor Board) কাঁচি চলেছে এই ছবির একাধিক দৃশ্যে। 


সেন্সর বোর্ডের রিভিউয়ে কাঁচি চলল 'ফাইটার' ছবির একাধিক দৃশ্যে


ছবি মুক্তির আগে রিভিউ শেষ করল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (Central Board Of Film Certification)। সিদ্ধার্থ আনন্দের 'মারফ্লিক্স এন্টারটেনমেন্ট' ও 'ভায়াকম ১৮ স্টুডিওজ'-এর তৈরি 'ফাইটার' হচ্ছে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ফিল্ম। হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কপূর এই ছবির অন্যতম তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, লড়াই নিয়ে তৈরি এই ছবির অভিনেতারা মূলত ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। 


 






কোন কোন দৃশ্যে চলল কাঁচি?


জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ছবিতে মোট ৪টি কাটের নির্দেশ দিয়েছে। 'ধূমপান বিরোধী সতর্কবার্তা' হিন্দিতে উল্লেখ করতে বলা হয়েছে বলেও খবর সূত্রের। বেশ কিছু সংলাপে কুকথা বা 'খারাপ শব্দ' মিউট করে দেওয়া হয়েছে বা পরিবর্তন করে ফেলা হবে। এর মধ্যে একটি ছিল ছবির ৫৩ মিনিটের মাথায় এবং অপরটি ১ ঘণ্টা ১৮ মিনিটের মাথায়। CBFC ছবির নির্মাতাদের কিছু 'যৌন ইঙ্গিতকারী দৃশ্য' সরিয়ে ফেলতে বলেছে বলেও জানা যাচ্ছে। টিভিতে খবর দেখা যাচ্ছে এমন দৃশ্যগুলিকে শুধুমাত্র অডিও দিয়ে পরিবর্তিত করতে বলা হয়েছে। এই সমস্ত কাটছাঁটের পর 'ফাইটার' ছবিটি U/A ছাড়পত্র পেয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটেছে। 'ফাইটার' ছবিটি ২ ঘণ্টা ৪৬ মিনিট দীর্ঘ। ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। 


আরও পড়ুন: Ram Mandir Inauguration: রামমন্দিরে ২.৬ কোটি অনুদানের ঘোষণা তেজা অভিনীত 'হনুম্যান' ছবির নির্মাতাদের


গত বছর ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া 'পাঠান' ছবির পর দ্বিতীয় সিদ্ধার্থ আনন্দ ও দীপিকা পাড়ুকোন ছবিও এবার সেন্সর বোর্ডের কাঁচির ধার সামলাল। 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটির জন্য সেন্সর বোর্ডে ধাক্কা খেয়েছিল শাহরুখের ছবি। কিছু নির্দিষ্ট দৃশ্য বাদ দিয়ে অন্য শট দিয়ে গানটি রাখা হয় সিনেমায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।