মুম্বই: ব্যাট হাতে মাঠে নামলেই তিনি রেকর্ড গড়েন। এটাকে রীতিমত অভ্যেসে পরিণত করে ফেলেছেন তিনি। ইংল্য়ান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও (Test Series) নতুন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির (Virat Kohli) সামনে। কিছুদিন আগেই বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৪৯ ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড টপকে গিয়েছিলেন বিরাট (Virat Kohli)। তিনি বর্তমানে ৫০ শতরানের মালিক। এবার আসন্ন টেস্ট সিরিজের পাঁচ ম্য়াচ সময় পাচ্ছেন কিং কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ৯ হাজার রান পূরণ করার। আগামী ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। 


টেস্টে দেশের জার্সিতে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক বিরাট এই মুহূর্তে। ১১৩ টেস্টে ৮৮৪৮ রান করেছেন তিনি। অর্থার আর ১৫২ রান করলেই টেস্টে ৯ হাজার রানের মালিক হয়ে যাবেন তিনি। টেস্টে নিজের নামের পাশে ২৯টি অর্ধশতরান ও ৩০টি সেঞ্চুরি রয়েছে কোহলির। তালিকায় সবার ওপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ২০০ টেস্ট খেলে ১৫,৯২১ রান করেছেন তাঁর কেরিয়ারে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ১৬৩টি টেস্ট খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১৩,২৬৫ রান। তালিকায় তৃতীয় স্থানে সুনীল গাওস্কর। ১২৫ টেস্ট ১০,১২২ রান করেছেন লিটল মাস্টার।


উল্লেখ্য়, ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে প্রথম দুটো টেস্টের জন্য রাখা হয়নি শামিকে। তবে নির্বাচকরা আশা করেছিলেন যে পরের তিন টেস্টের আগে পুরো ফিট হয়ে উঠবেন শামি। ফলে তাঁকে হয়ত স্কোয়াডে ফিরিয়ে আনা হবে। কিন্তু সূত্র মারফৎ জানা গিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির যে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তারকা পেসার, তাঁরা নাকি লন্ডনে স্পেশালিস্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার কথা বলেছেন শামিকে। এনসিএর স্পোর্টস সায়েন্স ডিভিশনের প্রধান নীতিন পটেলও হয়ত শামির সঙ্গে লন্ডনে উড়ে যাবেন।


এদিকে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দেশে ফিরে গেলেন হ্যারি ব্রুক। তাঁর দেশে ফেরার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন ব্রুক। একটি বিবৃতিতে বলা হয়েছে, ''এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের অনুরোধ, ওদের একা থাকতে দিন। ওদের অনুরোধকে সম্মান করুন।''