তেমনই কাজ হারানো ১০০ জন বলিউড ড্যান্সারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে সাহায্য করলেন অভিনেতা হৃতিক রোশন। এঁদের সকলের সঙ্গে কোনও না কোনও সময়ে অভিনয় করেছিলেন।
বলিউড গানের কো-অর্ডিনেটর রাজ সুরানি বলেন, হৃতিক রোশন ১০০ জন ড্যান্সারকে এই কঠিন সময়ে সাহায্য করেছেন। অনেকেই কাজের অভাবে নিজ গ্রামে চলে গিয়েছেন। কেউ কেউ ভাড়া দিতে পারছেন না। একজনের পরিবার কোভিড পজিটিভ হয়েছে। এই পরিস্থিতিতে হৃতিকের আর্থিক সহায়তা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি যোগ করেন, ব্যাঙ্কের থেকে এসএমএস আসাতে তাঁরা প্রচণ্ড খুশি হন। আর্থিক সহায়তার জন্য তাঁরা অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগেও, বিএমসি কর্মীদের মাস্ক বিলি করেছেন হৃতিক।