কাটোয়া: করোনা আক্রান্ত পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। গতকাল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গহীন হওয়ায় আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তৃণমূলের ওই নেতা।


কয়েকদিন আগে জেলা পরিষদের সহ সভাধিপতির নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হন। ওয়াকিবহাল মহলের ধারণা, সম্ভবত তাঁর থেকেই সংক্রমিত হয়েছেন দেবু টুডু।

পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই আজ, রবিবার থেকে এক সপ্তাহ, অর্থাৎ ২৯ জুলাই পর্যন্ত পূর্ব বর্ধমানের মেমারি, কাটোয়া ও কালনা পুর এলাকা এবং জেলার আটটি পঞ্চায়েত এলাকায় লকডাউন জারি হয়েছে। রবিবার শুনশান রাস্তায় টহল দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। দোকানপাট, বাজারও বন্ধ। করোনা রুখতে বর্ধমান পুর এলাকাতেও ২২ জুলাই থেকে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।