‘আনন্দ কুমার’ থেকে ‘কবীর সিংহ’-তে বদলের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছিল? দেখালেন হৃতিক

‘ওয়ার’-এ হৃতিকের সঙ্গে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। তিনি এই ভিডিও দেখে লিখেছেন, ‘আপনার কাছ থেকে অনেককিছু শিখেছি।’

Continues below advertisement
মুম্বই: বলিউড তারকা হৃতিক রোশন বরাবরই ফিটনেসের জন্য বিখ্যাত। তবে তাঁকে ফিটনেস ধরে রাখার জন্য প্রচুর পরিশ্রমও করতে হয়। তিনি পরিশ্রমের ফলও পান। তাঁর অভিনীত প্রতিটি চরিত্র আলাদাভাবে পর্দায় ফুটে ওঠে। নিজেকে এভাবে তৈরি করার জন্য ঠিক কতটা পরিশ্রম করতে হয় এই তারকাকে, সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দেখিয়ে দিয়েছেন। এই ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদের সবার মধ্যে কবীর সিংহ লুকিয়ে আছে। যখন বেঁচে আছেন, সফল হতে ভুলবেন না। ভাল, খারাপ সবকিছুই উপভোগ করুন।’
‘সুপার ৩০’ ছবিতে ‘আনন্দ কুমার’-এর ভূমিকায় দেখা গিয়েছিল হৃতিককে। সেখান থেকে তিনি কীভাবে ‘ওয়ার’-এর ‘কবীর সিংহ’-র চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছিলেন, সেটা এই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে। ‘ওয়ার’-এ হৃতিকের সঙ্গে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। তিনি এই ভিডিও দেখে লিখেছেন, ‘আপনার কাছ থেকে অনেককিছু শিখেছি।’
Continues below advertisement
Sponsored Links by Taboola